১. অথে৴র সময়মূলে৵র মূল কারণ কোনটি?
ক. সুদের হার খ. মুদ্রানীতি
গ. অথে৴র তারল্য ঘ. মুনাফা
২. ‘রুল –৭২’ কী?
ক. বিনিয়োগের অর্থ দ্বিগুণের হিসাব
খ. বিনিয়োগের অর্থ অর্ধেক করার হিসাব
গ. বিনিয়োগের অর্থ সমান করার হিসাব
ঘ. বিনিয়োগের অর্থ বহুগুণ করার হিসাব
৩. প্রকৃত সুদের হার নিদে৴শ করে কোনটি?
ক. FV খ. PV
গ. EAR ঘ. IAR
৪. বাট্টা হার বৃদ্ধি করলে কী হবে?
ক. বর্তমান মূল্য বেশি হবে
খ. বর্তমান মূল্য কম হবে
গ. বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে
ঘ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে
৫. একাধিক বাট্টাকরণ করলে কম হয় কোনটি
ক. বর্তমান মূল্য খ. বাজার মূল্য
গ. ভবিষ্যৎ মূল্য ঘ. সময়মূল্য
৬. ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. ঝুঁকি নির্ণয় খ. মূলধন বাজেটিং
গ. অর্থের সময়মূল্য ঘ. মূলধন ব্যয়
৭. সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়?
ক. আন্তঃপ্রবাহ
খ. বহিঃপ্রবাহ
গ. সময়মূল্য
ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত
৮. অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণে সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতির নাম কী?
ক. রুল–৫২ খ. রুল–৭২
গ. রুল–৭৫ ঘ. রুল–৮২
৯. ‘রুল–৭২’ প্রয়োগ করে নির্ণয় করা যায় কোনটি?
ক. আসল টাকা
খ. মেয়াদ
গ. সুদের পরিমাণ
ঘ. চক্রবৃদ্ধির সংখ্যা
১০. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?
ক. ভবিষ্যৎ ব্যয়ের সঙ্গে বর্তমান আয়ের তুলনা
খ. সময়ের সঙ্গে আয়ের তুলনা
গ. বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের তুলনা
ঘ. বর্তমান আয়ের সঙ্গে অর্থনৈতিক অবস্থার তুলনা
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.গ ৭.গ ৮.খ ৯.খ ১০.গ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা