পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. হিসাববিজ্ঞান কী?
ক. কলা খ. বিশুদ্ধ বিজ্ঞান
গ. কলা ও বিজ্ঞান ঘ. আচরণগত বিজ্ঞান
২. হিসাববিজ্ঞানের কাঁচামাল কী?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. জাবেদা
৩. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা ঘ. বিবরণী ব্যবস্থা
৪. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক. শেয়ারহোল্ডারগণ খ. কর কর্তৃপক্ষ
গ. শ্রমিক সংঘ ঘ. পাওনাদার
৫. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. গ্রহণ-বর্জন খ. দেনা-পাওনা
গ. আদান-প্রদান ঘ. দেওয়া-নেওয়া
৬. প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত কীভাবে?
ক. খাতায় লিখে
খ. ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
গ. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
ঘ. বিনিময়ের মাধ্যমে
৭. হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়?
ক. আধুনিক যুগে খ. মধ্যযুগে
গ. যখন মানুষ যখন গুহায় বাস করত ঘ. প্রাচীনকালে
৮. প্রাচীনকালে মানুষের প্রধান অর্থনৈতিক কাজ কী ছিল?
ক. ব্যবসা-বাণিজ্য খ. গুহা তৈরি
গ. ফলমূল ও পশুপাখি শিকার ঘ. কৃষিকাজ
৯. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কী বলে?
ক. লেনদেন খ. হিসাব
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
১০. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. অবচয় ঘ. বেতন
১১. লেনদেনে কতটি পক্ষ জড়িত থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর
অধ্যায়–১: ১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা