প্রিয় পরীক্ষার্থী, আশাকরি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে। এখনো অনেকগুলো পরীক্ষা বাকি আছে। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর কোনোটা যদি খারাপ হয়ে থাকে তাহলে মন খারাপ করার দরকার নেই, এখন শত অনুতাপ করলেও কিন্তু সেটাকে ভালো করার কোনো উপায় নেই।
কিন্তু যদি বাকি পরীক্ষাগুলো নিয়ে আরেকটু সিরিয়াস রিভিশন দাও, এখানে সেখানে সময় নষ্ট না করে মনোযোগ ধরে রাখো তাহলে কিন্তু বাকি পরীক্ষাগুলোতে ভালো করার সুযোগ রয়েছে। তাই বাকি পরীক্ষাগুলোতে বেশি মনোযোগ দাও।
পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় মনে রাখতে হবে প্রশ্নের সঙ্গে উত্তর যেন প্রাসঙ্গিক হয়। অনেকে অপ্রাসঙ্গিক বিষয় লিখে উত্তর বড় করো, সেটা মোটেও উচিত নয়।
অনেক সময় প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা না থাকলে উত্তর লিখতে সমস্যা হয়, এতে অনেক ভুল ও অপ্রাসঙ্গিক বিষয় চলে আসতে পারে। পরীক্ষায় এ বিষয়টি খেয়াল রাখবে।
এখন পরীক্ষার আগে নতুন করে কোনো কিছু পড়বে না। বিগত সময়ে যে পড়া হয়েছে, সেগুলোই শুধু ভালো করে রিভিশন দাও।
খাতায় উত্তর পরিচ্ছন্নভাবে লিখতে হবে। অনেকে খাতায় অযথা কাটাকুটি, ঘষামাজা করে। ফলে খাতাটা দেখেই একজন শিক্ষকের মনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই খাতায় প্রয়োজনের অতিরিক্ত একটি দাগও দেওয়ার দরকার নেই।
পরীক্ষার হলে তোমার সহপাঠীদের সঙ্গে কথা বলবে না, সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে না। নিজে যা পারবে তা–ই লিখবে। উত্তর লেখা শেষে মনে করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড আরেকবার মিলিয়ে দেখবে।
এভাবে সব কটি পরীক্ষা দিতে পারলে আশা করা যায় সবাই ভালো ফলাফল করবে।