ডিজিটাল প্রযুক্তি - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ১

আমরা আজ জরিপ থেকে মোট উত্তরদাতা বের করার প্রক্রিয়া জানব।

ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে: B17 সেলে লিখি = countifs (c2: c11, c2 বা একমত) লিখে এন্টার চাপলে ৫ লেখা আসবে।

ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে: B18 সেলে লিখি = countifs (c2: c11, c2 বা একমত নই) লিখে এন্টার চাপলে ৫ লেখা আসবে।

আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উত্সাহ দিই: C17 সেলে লিখি = countifs (d2: d11, d2 বা একমত) লিখে এন্টার চাপলে ২ লেখা আসবে।

আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উত্সাহ দিই: C18 সেলে লিখি = countifs (d2: d11, d2 বা একমত নই) লিখে এন্টার চাপলে ৮ লেখা আসবে। এভাবে সব কটি ঘরে ফর্মুলা বসিয়ে আমরা হিসাব করে ফেলতে পারব। সব কটি ঘরের হিসাব বের হয়ে গেলে আমরা এবার শতাংশ বের করব।

মোট উত্তরদাতা শতাংশ

ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে: D17 সেলে লিখি = 5/10*100 লিখে এন্টার চাপলে ৫০ লিখা আসবে।

ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে: D18 সেলে লিখি =5/10*100 লিখে এন্টার চাপলে ৫০ লিখা আসবে।

আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উত্সাহ দিই: E17 সেলে লিখি = 2/10*100 লিখে এন্টার চাপলে ২০ লিখা আসবে।

আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উত্সাহ দিই: E18 সেলে লিখি = 8/10*100 লিখে এন্টার চাপলে ৮০ লিখা আসবে।

এবার আমি আমার টেবিলের যেটুকু অংশকে ডেটা ভিজ্যুয়ালাইজেশনে আনতে চাই; অর্থাৎ গ্রাফে প্রকাশ করতে চাই, সেটুকু অংশ সিলেক্ট করে ওপরের রিবনের ‘Insert’এ ক্লিক করে ‘Recommended Chart’-এ ক্লিক করে পছন্দমতো গ্রাফ সিলেক্ট করে নেব।

চিত্র ১.৫.৪: প্রস্তাবিত গ্রাফ থেকে কোনো একটি সিলেক্ট করি

আমাদের গ্রাফ তৈরি হয়ে গেছে। এবার গ্রাফটি ছবি আকারে সেইভ করে নিব।

চিত্র ১.৫.৫: গ্রাফের ডিজাইন এবং রং ইচ্ছেমতো পরিবর্তন করে নিতে পারি

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা