পঞ্চম শ্রেণির পড়াশোনা
২২. প্রশ্ন: ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি?
উত্তর: বাতাস ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। ভেজা কাপড় দ্রুত শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঘরের ভেতর কাপড় শুকাতে হলে একটি দড়ি টানিয়ে কাপড়গুলো মেলে রেখে দিতে হবে। ঘরের দরজা-জানালা খুলে বায়ুপ্রবাহ বাড়াতে হবে। ঘরে ইলেকট্রিক ফ্যান থাকলে তা ছেড়ে দিয়ে বায়ুপ্রবাহ বাড়ালে ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যাবে। এভাবে বৃষ্টির দিনে আমরা খুব সহজেই ভেজা কাপড় দ্রুত শুকাতে পারি।
২৩. প্রশ্ন: রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?
উত্তর: রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহার করা বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়। আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বাটি, মগ, বালতি ইত্যাদি যখন নষ্ট হয়, তখন এগুলোকে ফেলে দিই। যেখানে–সেখানে ফেলে রাখার ফলে মশা-মাছি তৈরি হয়, দুর্গন্ধ ছড়ায়, বৃষ্টির সময় পানি জমে দীর্ঘদিন ধুলাবালু ময়লা-আবর্জনা পড়ে দুর্গন্ধ সৃষ্টি করে এবং বায়ুদূষিত হয়। যদি এগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা যায়, সেটাকে রিসাইকেল বলে। এই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যায়।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা