১৯. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ওপর নির্ভর করে পরমশূন্য তাপমাত্রা কত?
ক. 0°C খ. 0 K
গ. 273°C ঘ. 273K
২০. তাপ ও তাপমাত্রা সম্পর্কে বলা হয়—
i. তাপমাত্রা তাপপ্রবাহের দিক নির্দেশ করে
ii. তাপমাত্রা কারণ; তাপ এর ফল
iii. দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে— তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. তাপগতিবিদ্যার ১ম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ?
ক. বয়েলের সূত্র খ. চার্লসের সূত্র
গ. ভিনের সূত্র ঘ. শক্তির নিত্যতা সূত্র
২২. বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে কী বিনিময় করে?
ক. ভর খ. শক্তি
গ. ভর ও শক্তি ঘ. ক্ষমতা
২৩. গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য হয়?
ক. আয়তন বৃদ্ধি পায় খ. আয়তন হ্রাস পায়
গ. ভর বৃদ্ধি পায়
ঘ. ভর হ্রাস পায়
২৪. তাপগতীয় চলক—
i. চাপ
ii. আয়তন ও তাপমাত্রা
iii. অভ্যন্তরীণ শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ∆Q ধনাত্মক হয় যখন—
i. সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাস শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো। ফলে নিচের কোনটি ঘটবে?
ক. অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না
খ. তাপমাত্রা হ্রাস পাবে
গ. চাপের কোনো পরিবর্তন হবে না
ঘ. দশার পরিবর্তন হবে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.খ
মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা