দশম শ্রেণির পড়াশোনা
১২১. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমের ব্যবহার বেশি দেখা যায়?
ক. মুঠোফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
১২২. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?
ক. ২-৪ দিন খ. ২-৫ দিন
গ. ১০ দিন ঘ. ১৫ দিন
১২৩. কোনটি শিক্ষার কাজে খুব সহজেই ব্যবহারযোগ্য?
ক. ই-বুক খ. স্মার্টফোন
গ. ল্যাপটপ ঘ. ট্যাবলেট
১২৪. বর্তমানে দেশের সব জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায়—
i. অনলাইনে
ii. ই–সেবার অধীনে
iii. যেকোনো স্থান থেকে ফি জমা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৫. নাগরিকের হয়রানির অবসান ও জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং
খ. আইন প্রণয়ন
গ. ই-গভর্ন্যান্স
ঘ. সামাজিক দায়বদ্ধতা
১২৬. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো—
i. ই-কমার্স
ii. ই-পুর্জি
iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৭. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
i. স্বল্প খরচ
ii. সহজ সেবা প্রদান
iii. স্বল্প সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৮. কোনটির মাধ্যমে নাগরিকেরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে?
ক. মোবাইল টিকেটিং খ. ই-গভর্ন্যান্স
গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
১২৯. সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?
ক. ই-গভর্ন্যান্স খ. সুশাসন
গ. ই-পুর্জি ঘ. আইন প্রণয়ন
১৩০. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?
i. ইন্টারনেট
ii. মুঠোফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১২১.ক ১২২.খ ১২৩.ঘ ১২৪.ঘ ১২৫.গ ১২৬.গ ১২৭.ঘ ১২৮.খ ১২৯.খ ১৩০.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা