২১. ক, খ, গ, ঘ, ঙ–এর উচ্চারণস্থান কোনটি?
ক. অগ্রতালু খ. জিহ্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্র দন্তমূল
২২. ‘ক’ বর্গীয় ধ্বনির উচ্চারণস্থান কোনটি?
ক. পশ্চাৎ দন্তমূল খ. অগ্রতালু
গ. জিহ্বামূল ঘ. অগ্রদন্তমূল
২৩. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণস্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
২৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোয় কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৭টি
২৫. শ, ষ, স, হ—এ চারটি বর্ণকে কী বলে?
ক. স্পর্শ বর্ণ খ. উষ্ম বর্ণ
গ. দন্ত্য বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
২৬. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি ঘ. পার্শ্ব ধ্বনি
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৭: ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা