অষ্টম শ্রেণির পড়াশোনা
৫১. চাকমাদের জনপ্রিয় ও বৃহৎ উৎসব কোনটি?
ক. বিজু খ. মাঘী পূর্ণিমা
গ. বৈসাবি ঘ. বাসন্তী
৫২. চাকমাদের প্রিয় খাদ্য কোনটি?
ক. ভাত খ. মাছ–মাংস
গ. বাঁশকোড়ল ঘ. মেওয়া
৫৩. গারো মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কোনটা?
ক. দকমান্দা খ. গান্দো
গ. মারাক ঘ. আরেং
৫৪. গারোরা নিজেদের কী নামে পরিচয় দিতে পছন্দ করে?
ক. গারো খ. মান্দি
গ. তাতারা ঘ. নায়কি
৫৫. উপমহাদেশে কত সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়?
ক. ১৮২৫ সালে খ. ১৮৫৫ সালে
গ. ১৮৮৫ সালে ঘ. ১৯২৫ সালে
৫৬. মারমারা গ্রামের প্রধানকে কী বলে?
ক. বোমাং খ. হেডম্যান
গ. রোয়াজা ঘ. কিয়ং
৫৭. মারমাদের চাষাবাদের প্রধান পদ্ধতি কী?
ক. কৃষি খ. বাজারজাত
গ. জুম ঘ. কিয়াং
৫৮. মারমা নারী কোন কাজে দক্ষ?
ক. জুম চাষ খ. কাপড় বোনার কাজে
গ. বাড়ির কাজে ঘ. সমাজ শাসনের
৫৯. মারমাদের জীবিকার প্রধান উপায় কী?
ক. কৃষি খ. তাঁত বোনা
গ. বেচাকেনা ঘ. রাজনীতি
৬০. রাখাইনরা কীভাবে ঘর তৈরি করে?
ক. বাঁশ দিয়ে খ. মাচা পেতে
গ. কাঠ দিয়ে ঘ. বাঁশ ও কাঠ দিয়ে
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.খ ৫৫.খ ৫৬.গ ৫৭.গ ৫৮.খ ৫৯.ক ৬০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা