[পূর্ববর্তী লেখার পর]
৯৪. অর্থায়নের কাজ—
i. প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয়
ii. সংগৃহীত তহবিলের ব্যবহারের ক্ষেত্র নির্ধারণ
iii. তহবিলের উৎস নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৫. তারল্য বৃদ্ধি পেলে—
i. মুনাফা হ্রাস পায়
ii. মুনাফা বৃদ্ধি পায়
iii. ব্যয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৬. অর্থায়নের কার্যাবলি হচ্ছে—
i. তহবিল বণ্টন
ii. তহবিল সংগ্রহ
iii. মূলধন বাজেটিং সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৭. সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়?
ক. কর খ. আমদানি শুল্ক
গ. অনুদান ঘ. রাজস্ব ব্যয়
উদ্দীপকটি পড়ে ৯৮ ও ৯৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব সুমন একজন ব্যাংকার। তিনি ২০ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা ব্যাংকে FDR (Fixed Deposit Receipt) করে রাখেন এবং বাকি ৫ লাখ টাকা দিয়ে মেঘনা অয়েল কোম্পানির শেয়ার ক্রয় করেন।
৯৮. জনাব সুমন বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতিটি অনুসরণ করেছেন?
ক. তারল্য ও মুনাফা নীতি
খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি
গ. ঝুঁকি ও মুনাফার নীতি
ঘ. লভ্যাংশ নীতি
৯৯. অর্থায়নের মূল বিষয়বস্তু কী?
ক. শ্রম খ. পরিকল্পনা
গ. তহবিল ঘ. উৎপাদন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৯৪.ঘ ৯৫.গ ৯৬.ঘ ৯৭.ঘ ৯৮.খ ৯৯.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]