পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. ‘জাজিরাতুল আরব’ অর্থ কী?
ক. আরব উপদ্বীপ খ. আরব মরুভূমি
গ. আরব ভূমি ঘ. আরব দ্বীপ
২. ‘আরব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. জলাশয় খ. জনপদ
গ. মরুভূমি ঘ. মালভূমি
৩. আরবের তিন দিকে কী?
ক. জলরাশি খ. মরুভূমি
গ. পর্বতমালা ঘ. মালভূমি
৪. মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি?
ক. ঘোড়া খ. উট
গ. দুম্বা ঘ. মেষ
৫. আরবের বৃহত্তম মরুভূমির নাম কী?
ক. আল হাররাহ খ. আল দাহানা
গ. আল নুফুদ ঘ. আল রাব আল খালি
৬. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
৭. আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কী?
ক. উর্বর খ. অনুর্বর
গ. পর্বতশৃঙ্গ ঘ. মরুভূমি
৮. পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৯. কোন দেশকে নীলনদের দান বলা হয়?
ক. সুদান খ. মিসর
গ. ইরান ঘ. ইরাক
১০. মিসরকে নীলনদের দান বলেছেন কে?
ক. হেরোডোটাস খ. থুকিডাইডিস
গ. অ্যারিস্টটল ঘ. ইউক্লিড
১১. আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায়?
ক. সিরিয়ায় খ. মিসরে
গ. তুরস্কে ঘ. সৌদি আরবে
১২. জিগুরাত কাদের ধর্ম মন্দির ছিল?
ক. সুমেরীয় খ. মিসরীয়
গ. ক্যালডীয় ঘ. অ্যাসিরীয়
১৩. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখনপদ্ধতি?
ক. মিসরীয় খ. গ্রিক
গ. সুমেরীয় ঘ. হিব্রু
১৪. হায়ারোগ্লিফিক অর্থ কী?
ক. অপবিত্র লিপি খ. পবিত্র লিপি
গ. অনুলিপি ঘ. প্রতিলিপি
১৫. মিসরীয়দের লিখনপদ্ধতি কোনটি?
ক. ইখনাটন খ. কিউনিফরম
গ. হায়ারোগ্লিফিক ঘ. তুতমিশ
১৬. প্রাচীন সভ্যতায় কারা শ্রেষ্ঠ নির্মাতা ছিল?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. গ্রিক ঘ. রোমান
১৭. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে কী বলে?
ক. মেসোপটেমিয়া খ. আসুর
গ. ব্যাবিলন ঘ. সাত-ইল-আরব
১৮. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক. দুই নদীর মধ্যবর্তী স্থান
খ. তিন নদীর মধ্যবর্তী স্থান
গ. নদীর তীরবর্তী ভূমি
ঘ. নদীবিধৌত উর্বর ভূমি
১৯. কিউনিফর্ম কোন সভ্যতার লিখনপদ্ধতি?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. রোমান ঘ. গ্রিক
২০. ডুঙ্গি কোন সভ্যতার শাসক ছিলেন?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. হিব্রু ঘ. রোমান
২১. পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করে?
ক. মিসরীয়রা খ. সুমেরীয়রা
গ. হিব্রুরা ঘ. গ্রিকরা
২২. ডুঙ্গি কে ছিলেন?
ক. মিসরীয় সম্রাট খ. সুমেরীয় সম্রাট
গ. ব্যাবিলনীয় সম্রাট ঘ. পারস্য সম্রাট
২৩. কোন সভ্যতায় নগররাষ্ট্রের উদ্ভব হয়?
ক. মিসর খ. সুমেরীয়
গ. গ্রিক ঘ. রোমান
২৪. গ্রিসের কোন নগররাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. স্পার্টা খ. এথেন্স
গ. থিবস ঘ. কোরিন্থ
২৫. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক. তাগুস খ. টেমস
গ. রাইন ঘ. টাইবার
২৬. ইতিহাসের জনক কে?
ক. হেরোডোটাস খ. হোমার
গ. অ্যারিস্টটল ঘ. প্লেটো
২৭. হেরোডোটাস কে ছিলেন?
ক. দার্শনিক খ. ইতিহাসবিদ
গ. গণিতবিদ ঘ. জ্যোতির্বিদ
২৮. রোমে নির্মিত নাট্যশালার নাম কী?
ক. জিগুরাত খ. কিউনিফর্ম
গ. কলোসিয়াম ঘ. প্যানথিয়নাম
২৯. উকাজ মেলায় জুয়াখেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের নাম কী?
ক. বদর খ. উহুদ
গ. ফিজার ঘ. হারবুল ফুজার
৩০. কোন কবিকে আরবদের শেক্সপিয়ার বলা হয়েছিল?
ক. আনতারা বিন সাদ্দাদ
খ. লাবিদ বিন রাবিয়া
গ. আমর বিন-কুলসুম
ঘ. ইমরুল কায়েস
৩১. ইসলাম–পূর্ব আরবের (আইয়ামে জাহেলিয়ার) সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন?
ক. আনতারা
খ. ইমরুল কায়েস
গ. যুহাইর বিন আবি সালমা
ঘ. লাবিদ বিন রাবিয়া
৩২. আরবীয় ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন?
ক. সমভূমিতে অবস্থিত হওয়ার কারণে
খ. মরুভূমিতে অবস্থিত বলে
গ. সব দিকে পানি দ্বারা বেষ্টিত বলে
ঘ. তিন দিকে পানি দ্বারা বেষ্টিত থাকায়
৩৩. আরব দেশকে ‘জাজিরাতুল আরব’ বলার কারণ কী?
ক. মরুভূমির দেশ বলে
খ. আরব সাগরের তীরে অবস্থিত তাই
গ. আরব পবিত্র ভূমি হওয়ার জন্য
ঘ. তিন দিকে জলবেষ্টিত হওয়ার কারণে
৩৪. আসাবিয়া কী?
ক. প্রাচীন আরবীয় বাসিন্দা
খ. প্রাচীন আরবের বৃহৎ জনগোষ্ঠী
গ. প্রাচীন আরবের ক্ষুদ্র জনগোষ্ঠী
ঘ. যাযাবর আরবদের গোত্রের মূলমন্ত্র
৩৫. আইয়ামে জাহেলিয়া বলতে বোঝায়—
i. অজ্ঞতার যুগ
ii. ইসলাম–পূর্ব সময়
iii. ইসলামের প্রাথমিক যুগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. আরব উপদ্বীপের অবস্থান ছিল—
i. এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে
ii. লোহিত সাগরের পূর্ব দিকে
iii. ভূমধ্যসাগরের তীরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়। কারণ—
i. যাতায়াতের একমাত্র বাহন
ii. আরবদের নিত্য সহচর
iii. দ্রুতগতিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. প্রাক-ইসলামি যুগে আরব সমাজকে কলুষিত করেছিল—
i. অনিয়ম
ii. কন্যাশিশু হত্যা
iii. রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ইয়ামেন শব্দের অর্থ—
i. সৌভাগ্যবান
ii. সুখী
iii. সুন্দর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে—
i. মেসোপটেমীয় সভ্যতা
ii. মিসরীয় সভ্যতা
iii. সিন্ধু সভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. ‘মিসরকে নীলনদের দান’ বলা হয়, কারণ—
i. নীলনদ ঘিরে মিসরীয় সভ্যতা গড়ে ওঠে বলে
ii. নীলনদের কারণে কৃষিকাজের উন্নতি হয় বলে
iii. পিরামিড তৈরি হয় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. আরব বেদুইনরা জীবিকা নির্বাহ করত—
i. পশুপালনের মাধ্যমে
ii. কৃষিকাজ করে
iii. লুটতরাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. আইয়ামে জাহেলিয়া যুগে আরবদের কবিতার মূল বিষয়বস্তু ছিল—
i. নারী
ii. বংশগৌরব
iii. যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ইসলাম–পূর্ব আরবে নারীদের অবস্থা ছিল—
i. মর্যাদাপূর্ণ
ii. ভোগের সামগ্রী
iii. অবহেলিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা, ক্ষিপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার ওপর।
৪৫. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে, তা হলো—
ক. উট খ. ঘোড়া
গ. গাধা ঘ. খচ্চর
৪৬. মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল—
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
X যুগকে পুরোপলীয় ও নবোপলীয় এই দুই ভাগে ভাগ করা যায়। পুরোপলীয় যুগের উন্নততর সংস্কার হচ্ছে নবোপলীয় যুগ। এ যুগে মানুষ যাযাবর জীবন থেকে সভ্য জীবনে পদার্পণ করতে শেখে।
৪৭. উদ্দীপকে ‘X’ যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে?
ক. ঐতিহাসিক খ. লৌহ
গ. প্রাগৈতিহাসিক ঘ. আধুনিক
৪৮. উদ্দীপকে উল্লিখিত যুগে মানুষের যাযাবর থাকার নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে?
ক. সভ্যতা গড়ে তোলার জন্য স্থানান্তরিত হওয়া
খ. শিকারের জন্য স্থানান্তরিত হওয়া
গ. কৃষির জন্য স্থানান্তরিত হওয়া
ঘ. কাজের উদ্দেশ্যে স্থানান্তরিত হওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বৈরশাসক ইদি আমিনের শাসনকালে অন্যায় অত্যাচার, কলহ, বিবাদ, সাধারণ লোকদের হত্যা, নারীদের লাঞ্ছনা ও মানবাধিকার হরণ সমাজকে কলুষিত করেছিল।
৪৯. আলোচ্য উদ্দীপক কোন যুগের কথা মনে করিয়ে দেয়?
ক. প্রাগৈতিহাসিক খ. ঐতিহাসিক
গ. ব্রোঞ্জ ঘ. জাহেলিয়া
৫০. উল্লিখিত যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. বর্বর জীবনযাপন
ii. উন্নত সংস্কৃতির ধারক
iii. অজ্ঞতা ও নিষ্ঠুরতা জর্জরিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ক ১১.খ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.খ ২১.খ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.ঘ ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা