[পূর্ববর্তী লেখার পর]
১৮. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক. ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড
খ. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড
গ. মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড
ঘ. ফুল ডুপ্লেক্স মোড
১৯. ফুল ডুপ্লেক্স মোডে চলে—
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বিভক্ত করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২১. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?
ক. ব্রডকাস্ট খ. সিমপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. হাফ ডুপ্লেক্স
২২. হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
২৩. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে—
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
২৫. নিচের কোন পদ্ধতিতে টেলিফোনে ডেটা ট্রান্সমিশন হয়?
ক. সিমপ্লেক্স মোড
খ. হাফ ডুপ্লেক্স মোড
গ. ফুল ডুপ্লেক্স মোড
ঘ. ট্রিপল মোড
২৬. নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক?
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৮.খ ১৯.ক ২০.খ ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.খ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]