পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?
ক. নিউক্লিয়াস খ. ক্লোরোপ্লাস্ট
গ. মাইটোকন্ডিয়া ঘ. সাইটোপ্লাজম
২২. প্রাক্কেন্দ্রিক কোষে থাকে—
i. DNA ii. রাইবোজোম
iii. নিউক্লিয়ার মেমব্রেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কোন অঙ্গাণুটি আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে?
ক. রাইবোজোম খ. লাইসোজোম
গ. গলজি বস্তু ঘ. সেন্ট্রোজোম
২৪. কোন অঙ্গাণুতে অক্সিজোম থাকে?
ক. সেন্ট্রোজোমে খ. রাইবোজোমে
গ. ক্লোরোপ্লাস্টে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
২৫. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
ক. শৈবাল খ. ছত্রাক
গ. ফার্ন ঘ. ব্যাকটেরিয়া
নিচের চিত্র দেখে ২৬-২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৬. চিত্রের B অংশটির নাম কী?
ক. ঝিল্লি খ. ক্রিস্টি
গ. ম্যাট্রিক্স ঘ. বৃত্তাকার বস্তু
২৭. যে উপাদান দিয়ে চিত্রের A অংশটি গঠিত—
i. প্রোটিন
ii. লিপিড
iii. পলিমার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. চিত্রের অঙ্গাণুটি জীবজগৎকে সহায়তা করে—
i. খাদ্য প্রস্তুত করে
ii. শক্তি উৎপাদন করে
iii. কোষের বিপাকীয় শক্তি সররাহ করে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্র থেকে ২৯-৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও
২৯. P চিহ্নিত অঙ্গাণুটিতে কোনটি পাওয়া যায়?
ব. সেন্ট্রোজোম খ. অক্সিজোম
গ. ক্রোমোজোম ঘ. কোয়ান্টোজোম
৩০. Q চিহ্নিত অঙ্গাণুটি জীবকে বাঁচিয়ে রাখতে সাহায৵ করে—
i. খাদ্য তৈরি করে
ii. শ্বসনক্রিয়া সম্পন্ন করে
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা