৩১. বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন—
i. মিয়োসিস
ii. মাইটোসিস
iii. অ্যামাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২. কোনটিতে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়?
ক. ধানে খ. গমে
গ. ভুট্টায় ঘ. ইস্টে
৩৩. মাইটোসিস বিভাজন হয়—
i. প্রাণীর দেহকোষে
ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানিতে
iii. ভ্রূণের পরিবর্তনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. মিয়োসিস বিভাজন ঘটে—
i. প্রাণীর দেহকোষে
ii. প্রাণীর শুক্রাশয়ে
iii. উদ্ভিদের ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. কোন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়?
ক. জনন কোষ খ. অপত্য কোষ
গ. উদ্ভিদ কোষ ঘ. প্রাণিকোষ
৩৬. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
ক. ক্যারিওকাইনেসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. টেলোফেজ
৩৭. মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
ক. একবার খ. দুইবার
গ. তিনবার ঘ. চারবার
৩৮. মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
৩৯. নিউক্লিক অ্যাসিড কয় ধরনের?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪০. অ্যাস্টর রশ্মির আবির্ভাব ঘটে কোথায়?
ক. সেন্ট্রিওলে খ. মেটাফেজে
গ. ক্রোমাটিডে ঘ. অপত্য কোষে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা