পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
১০. টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণুজীব?
ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস
গ. ছত্রাক ঘ. শৈবাল
১১. কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাজের নামকরণ করেন?
ক. F C Bawden খ. A Mayer
গ. N W pirie ঘ. D’Herelle
১২. পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী কোন ভাইরাসটি?
ক. H1N1 খ. T2
গ. HIV ঘ. PRSV
১৩. কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
ক. র৵াবিস খ. ভেরিওলা
গ. রুবিওলা ঘ. H1N1
১৪. কোনটি PRSV–এর প্রাকৃতিক বাহক?
ক. অ্যাডিস মশা খ. মাছি
গ. পিঁপড়া ঘ. তেলাপোকা
১৫. নিচের কোন হেপাটাইটিস সবচেয়ে মারাত্মক?
ক. হেপাটাইটিস এ খ. হেপাটাইটিস বি ও সি
গ. হেপাটাইটিস ডি ঘ. হেপাটাইটিস ই
১৬. ‘হাড় ভাঙা জ্বর’ কোন জ্বরের আরেকটি নাম?
ক. ডেঙ্গু জ্বর খ. ম্যালেরিয়া জ্বর
গ. বাতজ্বর ঘ. সাধারণ জ্বর
১৭. ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে?
ক. অ্যারেনবার্গ খ. রবার্ট হুক
গ. লুই পাস্তুর ঘ. লিউয়েন হুক
১৮. ব্যাকটেরিয়া শব্দের অর্থ কী?
ক. দণ্ড খ. বিষ
গ. বৃষ্টির ফোঁটা ঘ. ক্ষুদ্র প্রাণী
১৯. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় বাঁচতে পারে?
ক. –১২° সে. খ. –১৭° সে.
গ. –২২° সে. ঘ. –৩০° সে.
২০. কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে?
ক. Lactobacillus খ. Clostridirum
গ. Nitrosonomonas ঘ. Azotobacter
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]