সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৮৪. পরিবারে শিশুর ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে কে বা কারা যত্নবান থাকেন?

ক. ভাইবোন খ. পিতা

গ. মাতা ঘ. বয়স্ক ব্যক্তিরা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মা-বাবা, দাদা-দাদি ও চাচা-ফুফুদের নিয়ে লাল সাহেব আনন্দে তাঁর শৈশব কাটিয়েছেন। বর্তমানে তাঁর সন্তানেরা ওই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।

৮৫. শৈশবে লাল সাহেবের পরিবারের ধরন কেমন ছিল?

ক. অণু পরিবার

খ. একক পরিবার

গ. পিতৃতান্ত্রিক পরিবার

ঘ. যৌথ পরিবার

৮৬. লাল সাহেবের সন্তানদের শৈশবের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কারণ—

i. একক পরিবারের সংখ্যা বেশি

ii. যৌথ পরিবারের সংখ্যা হ্রাস

iii. পিতৃতান্ত্রিক পরিবারের সংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. শিক্ষার প্রাথমিক পাঠ শিশু কোথায় গ্রহণ করে?

ক. পরিবারে

খ. কিন্ডারগার্টেন স্কুলে

গ. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ঘ. মাদ্রাসায়

৮৮. পরিবারে মাতা–পিতা কিসের ভূমিকা পালন করেন?

ক. প্রজার খ. প্রধানের

গ. শাসকের ঘ. নেতার

৮৯. কোনটিকে তুমি পরিবারের রাজনৈতিক শিক্ষা হিসেবে চিহ্নিত করবে?

ক. বড়দের প্রতি ছোটদের আনুগত্য

খ. পারস্পরিক সহযোগিতা

গ. অসুস্থ অবস্থায় অন্য সদস্যদের সেবা

ঘ. অর্থনৈতিক সহযোগিতা

৯০. আধুনিক যুগে শিক্ষাদানের কাজটি অন্যান্য প্রতিষ্ঠান করলেও প্রাথমিক শিক্ষাদানের কাজটি করে কোন প্রতিষ্ঠান?

ক. বিভিন্ন সংঘ খ. কিন্ডারগার্টেন

গ. বিদ্যালয় ঘ. পরিবার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৮৪.ঘ ৮৫.ঘ ৮৬.ক ৮৭.ক ৮৮.গ ৮৯.ক ৯০.ঘ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা