পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
ক. পালিবোথরা খ. পাঞ্জাব
গ. কাশ্মীর ঘ. কুচবিহার
২. গুপ্তদের রাজধানী কোথায় ছিল?
ক. ময়নামতি খ. সোনারগাঁও
গ. মহাস্থানগড় ঘ. বরেন্দ্র
৩. গুপ্ত বংশের কোন শাসক সমগ্র বাংলা জয় করেন?
ক. প্রথম চন্দ্রগুপ্ত খ. সমুদ্রগুপ্ত
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘ. ত্রৈলোক্য চন্দ্রগুপ্ত
৪. বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল কোনটি?
ক. ময়মনামতি খ. বড় কামতা
গ. পুণ্ড্রনগর ঘ. লালমাই
৫. আলেকজান্ডারের ভারত ত্যাগের কত বছর পর মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
৬. উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার সময়ে?
ক. চন্দ্রগুপ্তের খ. অশোকের
গ. ত্রৈলোক্যচন্দ্রের ঘ. নারায়ণচন্দ্রের
৭. কার আমলে উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে?
ক. প্রথম চন্দ্রগুপ্তের
খ. সমুদ্রগুপ্তের
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্তের
ঘ. ত্রৈলোক্য চন্দ্রগুপ্তের
৮. সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?
ক. পূর্ণাঙ্গ খ. বিচ্ছিন্ন
গ. পরাধীন ঘ. করদ
৯. সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি?
ক. খ্রি.পূ. ২৭৩–২৩২ অব্দ
খ. খ্রি.পূ. ২৬৯–২৩২ অব্দ
গ. খ্রি.পূ. ২৭৫–২৩৪ অব্দ
ঘ. খ্রি.পূ. ২৭৬–২৩৫ অব্দ
১০. কখন গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?
ক. ষষ্ঠ শতকের প্রথমার্ধে
খ. সপ্তম শতকের প্রথমার্ধে
গ. অষ্টম শতকের মাঝামাঝি
ঘ. নবম শতকের মাঝামাঝি
১১. স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. অশোক খ. সমুদ্রগুপ্ত
গ. চন্দ্রগুপ্ত মৌর্য ঘ. শশাংক
১২. শশাংককে মহাসামন্ত বলা হয় কেন?
ক. তিনি শক্তিশালী ছিলেন বিধায়
খ. নিজেই উপাধি দিয়েছিলেন
গ. স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা হওয়ায়
ঘ. গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসক ছিলেন বলে
১৩. শশাংক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন?
ক. বঙ্গে খ. পুণ্ড্রে
গ. গৌড়ে ঘ. সমতটে
১৪. শশাংক কে ছিলেন?
ক. বঙ্গ রাজ খ. গৌড় রাজ
গ. বরেন্দ্র রাজ ঘ. পুণ্ড্র রাজ
১৫. শশাংকের সময়ে নিজ শক্তি বৃদ্ধির জন্য কোন রাজা অপর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন?
ক. রাজ্যবর্ধন খ. গ্রহবর্মণ
গ. প্রভাকরবর্ধন ঘ. দেবগুপ্ত
১৬. রাজ্যবর্ধন কার কাছে পরাজিত হন?
ক. জয়বর্ধনের খ. অশোকের
গ. দেবগুপ্তের ঘ. শশাংকের
১৭. শশাংকের ধর্ম কী ছিল?
ক. জৈন খ. শৈব
গ. হিন্দু ঘ. বৌদ্ধ
১৮. মৌখরীরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ. শশাংক
গ. দেবগুপ্ত ঘ. সমুদ্রগুপ্ত
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা