পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
৪০. ‘রুল–৭২’ এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়?
ক. বার্ষিক চক্রবৃদ্ধি
খ. তিন মাসের চক্রবৃদ্ধি
গ. সরল সুদ
ঘ. সাপ্তাহিক চক্রবৃদ্ধি
৪১. কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?
ক. সাধারণ বার্ষিক বৃত্তি
খ. অগ্রিম বার্ষিক বৃত্তি
গ. চক্রবৃদ্ধিকরণ
ঘ. বিলম্বিত বার্ষিকবৃত্তি
৪২. অর্থের ক্রয় ক্ষমতাকে কী বলা হয়?
ক. অর্থের মূল্য খ. অর্থের প্রয়োজন
গ. অর্থের অভাব ঘ. অর্থের সক্ষমতা
৪৩. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ
গ. বার্ষিক বৃত্তি ঘ. গুণকরণ
৪৪. বর্তমান মূল্য (PV) নির্ণয়ের সূত্র কোনটি?
ক. ভবিষ্যৎ মূল্য/(১+সুদের হার) বার্ষিক মেয়াদ
খ. ভবিষ্যৎ মূল্য/(১-সুদের হার) বার্ষিক মেয়াদ
গ. ভবিষ্যৎ মূল্য × (১+সুদের হার) মেয়াদ
ঘ. ভবিষ্যৎ মূল্য × (১-সুদের হার) মেয়াদ
৪৫. কোনটি প্রকাশ করা হয় ‘i ’ দিয়ে?
ক. সময়
খ. সুদের হার
গ. চক্রবৃদ্ধি ও সংখ্যা
ঘ. ভবিষ্যৎ মূল্য
৪৬. সময়ের সঙ্গে অর্থের মূল্য সব সময় কী হয়?
ক. পরিবর্তন খ. অপরিবর্তন
গ. চলমান ঘ. স্থিতিশীল
৪৭. অর্থের সময়মূল্যের মূল কারণ কী?
ক. সময়ের হিসাব খ. বাজারমূল্য
গ. সুদের হার ঘ. পণ্যের মূল্যহার
৪৮. নিচের কোনটি ভবিষ্যৎ মূল্যকে নির্দেশ করে?
ক. PV খ. FB
গ. FV ঘ. PB
৪৯. অর্থের ভবিষ্যৎ মূল্য (FV) নির্ণয়ের সূত্র কোনটি?
ক. বর্তমান মূল্য/(১+সুদের হার) বার্ষিক মেয়াদ
খ. বর্তমান মূল্য/(১-সুদের হার) বার্ষিক মেয়াদ
গ. বর্তমান মূল্য × (১+সুদের হার) মেয়াদ
ঘ. বর্তমান মূল্য × (১-সুদের হার) মেয়াদ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪০.ক ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.গ ৪৮.গ ৪৯.গ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]