পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. বস্ত্রকে আকর্ষণীয় করে কোনটি?
ক. রং খ. ছাপা
গ. চিত্র ঘ. দাগ
২. সাহস, সততা ইত্যাদি কোন রেখা প্রকাশ করে?
ক. খাড়ারেখা খ. সমান্তরাল রেখা
গ. বক্ররেখা ঘ. তীর্যকরেখা
৩. পোশাকের ডিজাইন সৃষ্টিতে ব্যবহৃত হয়—
i. ভারসাম্য ও অনুপাত
ii. প্রাধান্য ও ছন্দ
iii. ওজন ও শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নাহার দেখতে রোগা ও লম্বা। সে খাড়া রেখার পোশাক পরিধান করেত পছন্দ করে। এতে তাকে আরও বেশি লম্বা মনে হয়।
৪. নাহারের জন্য কোন রেখার পোশাক উপযোগী?
ক. সমান্তরাল খ. তীর্যক
গ. আঁকাবাঁকা ঘ. বক্র
৫. নাহারের পছন্দের পোশাক কোন ধরনের অনুভূতি আনে?
ক. বিশ্রাম ও আরাম
খ. সততা ও সাহস
গ. সংযম ও আরাম
ঘ. নমনীয়তা ও সততা
৬. মৌলিক রঙ—
i. লাল
ii. হলুদ
iii. নীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. নরম প্রকৃতির কাপড় পরিধানে—
i. শরীরের দোষ ও গুণ বোঝা যায়
ii. শরীরে আরামের অনুভূতি জাগে
iii. দেহ আপাতদৃষ্টিতে বড় দেখায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮–১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নাজমুন ১৫ বছর বয়সী একজন ছাত্রী। সে উচ্চতায় খাটো ও মোটা। বিষয়টি লক্ষ রেখে নাজমুনের মা তার পোশাক ক্রয় করেন। মোটা বলে তার কখনো অস্বাচ্ছন্দ্যবোধ হয় না।
৮. নাজমুনের জন্য মানানসই রং কোনটি?
ক. যেকোনো রঙের পোশাক
খ. দুই রংবিশিষ্ট পোশাক
গ. গাঢ় রঙের পোশাক
ঘ. হালকা রঙের পোশাক
৯. নাজমুনের পোশাকের উপযোগী নকশা কোনটি?
ক. খাড়া রেখার নকশা
খ. বক্র রেখার নকশা
গ. সমান্তরাল রেখার নকশা
ঘ. কোনাকুনি রেখার নকশা
১০. বড় ছাপার শাড়িতে নাজমুনকে দেখাবে—
i. আরও মোটা
ii. উচ্চতা আরও কম
iii. উচ্চতা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১৫: ১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা