বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (২০২৩ ব্যাচ) ভর্তির জন্য osapsnew.bou.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।
ভর্তি আবেদনের যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএড/বিএমএড/ডিপ-ইন-এড/বেল্ট/বিএজিএড/বিপিএড/ডিপিএড বা সমমানের ডিগ্রিসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি।
ভর্তি আবেদন–সংক্রান্ত তথ্য
আবেদনের তারিখ: ৮ মে ২০২৩ থেকে ৮ জুন ২০২৩ পর্যন্ত
আবেদনের লিংক: osapsnew.bou.ac.bd/applicant/validateCircular/311
আবেদন ফি: ৭০০ টাকা।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ: ১৮ জুন ২০২৩।
অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ২২ জুন ২০২৩ মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত।
নিজস্ব মুঠোফোন নম্বর ও ই–মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে।
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।
আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও নম্বরসহ ৮ মে ২০২৩ থেকে ৯ জুন ২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বাউবির আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
আবেদনপত্র যাচাই–বাছাইয়ের পর কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবির ওয়েবসাইটে ১৮ জুন ২০২৩ দেওয়া হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd