পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪৮. অংশীদারদের কমিশনের ক্ষেত্রে শর্তগুলো হলো—
i. অধিক মুনাফা হলে কমিশন প্রদান বাধ্যতামূলক
ii. পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশনে
iii. পরবর্তী নিট লাভের ওপর কমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. সুদের হার উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না—
i. উত্তোলনের ওপর
ii. মূলধনের ওপর
iii. ঋণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে—
i. ৬% হারে ঋণের সুদ ধরা হয়
ii. সমানভাগে মুনাফা বণ্টিত হয়
iii. উত্তোলনের ওপর ৬% সুদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. চুক্তি ব্যতিরেকে সুদ ধরা হয়—
i. মূলধনের ওপর
ii. উত্তোলনের ওপর
iii. ঋণ মূলধনের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন—
i. বাধ্যতামূলক নয়
ii. আদালতের প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত
iii. আইনগত সুযোগ–সুবিধা ভোগে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৮.গ ৪৯.ক ৫০.ক ৫১.গ ৫২.ঘ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা