অষ্টম শ্রেণি – বাংলা | রুপাই - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৭)

অষ্টম শ্রেণির পড়াশোনা

রুপাই

৩১. ‘রুপাই’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

ক. রুপাইকে ভালোবাসা

খ. গ্রামকে ভালোবাসা

গ. গ্রামের ঐতিহ্যকে ভালোবাসা

ঘ. গ্রামীণ প্রকৃতি ও কৃষকের প্রতি ভালোবাসা

৩২. কবি জসীমউদ্​দীনের ক্ষেত্রে গ্রহণযোগ্য—

i. তিনি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন

ii. ১৯৩১ সালে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন

iii. ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. রুপাইয়ের শারীরিক বৈশিষ্ট্যে যে তথ্য সত্য–

i. বাহু সরু

ii. কচি মুখের মায়া

iii. কালো দেহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন

লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশগুণ।’

৩৪. উদ্দীপকে তোমার পঠিত ‘রুপাই’ কবিতার কোন চরিত্রের বিপরীত চরিত্র দেখা যায়?

ক. কানাই খ. রুপাই

গ. উপেন ঘ. কেউ নয়

৩৫. উদ্দীপকটিতে যে গুণের কথা বলা হয়েছে, তার বিপরীত গুণের কথা আছে ‘রুপাই’ কবিতায়। গুণটি কী?

ক. কর্মে দক্ষতা

খ. কর্মে অজ্ঞতা

গ. কর্মে অনীহা

ঘ. কর্মে অবহেলা

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সফিপুর গ্রামের নিয়ামত শেখ রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলায়। রোদে পুড়ে তার দেহ কালো হলেও তার পবিত্র শ্রমেই আজকের সভ্যতার সৃষ্টি। মিঠা ফল, সবুজ ধান আর শস্য উত্পাদনে কৃষকেরাই সবার ভালোবাসার পাত্র হয়েছেন।

৩৬. উদ্দীপকের নিয়ামত শেখ ‘রুপাই’ কবিতার কার প্রতিনিধিত্বকারী?

ক. কৃষকের খ. বৃদ্ধের

গ. বিজলির ঘ. খেলার সঙ্গীর

৩৭. উদ্দীপক ও কৃষকের ক্ষেত্রে যে সত্য স্পষ্ট হয়ে উঠেছে—

i. কৃষকের শ্রমে সভ্যতার সৃষ্টি

ii. ফসল উত্পাদনে কৃষকেরই অবদান বেশি

iii. কৃষকেরা অবহেলিত ও দুর্বল হলেও সবার মন জয় করতে পেরেছেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

রুপাই: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা