ডিজিটাল মাধ্যম যেমন ই-মেইল, ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইন্টারনেট, ইউটিউব, মুঠোফোন, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয়, সেগুলোকে ডিজিটাল অপরাধ বা সাইবার অপরাধ বলে। যেমন কেউ একজন তার সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে অন্য কারও সম্পর্কে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিল। এই কাজ এক ধরনের সাইবার অপরাধ। অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিজের সিস্টেমকে সুরক্ষা করাই হলো সাইবার নিরাপত্তা।
জেনে রাখো:
১. ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ: ২৪০১৩২০০৪৬২৩৪
২. সাইবার সিকিউরিটি হেল্পলাইন: ০১৭৬৬৬৭৮৮৮৮
৩. পুলিশের হট লাইন নম্বর: ০১৩২০০০০৮৮৮
৪. পাসওয়ার্ড চুরি হলে যোগাযোগ: https://www.cirt.gov.bd/
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা