এসএসসি ২০২৪ - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৭১. পাললিক শিলায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়–

i. শিলা স্তরীভূত

ii. নরম

iii. হালকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. শিলা কীভাবে গঠিত হয়?

ক. খনিজের সংমিশ্রণে

খ. ধাতব পদার্থের সংমিশ্রণে

গ. বালির সংমিশ্রণে

ঘ. লোহার সংমিশ্রণে

৭৩. ‘পিনাটুবো’ কী?

ক. একটি হ্রদ খ. একটি নদী

গ. একটি শহর ঘ. একটি আগ্নেয় পর্বত

৭৪. তাসিন মেক্সিকোর পেরিকোটিন আগ্নেয়গিরি দেখতে গেল। এটি কোন ধরনের আগ্নেয়গিরি?

ক. শিল্ড খ. সিন্ডারকোণ

গ. সুপ্ত ঘ. সক্রিয়

৭৫. কোনটি রূপান্তরিত শিলা?

ক. মার্বেল খ. কয়লা

গ. ব্যাসল্ট ঘ. চুনাপাথর

৭৬. ‘আল্পস’ পর্বত কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?

ক. লাভা জমাট বেঁধে

খ. নদী মোহনায় অবক্ষেপণের মাধ্যমে

গ. পাললিক শিলায় ভাঁজ পড়ে

ঘ. ভূত্বকের নিচে ম্যাগনা সঞ্চিত হয়ে

৭৭. রংপুর ও দিনাজপুরের অধিকাংশ স্থান কোন ধরনের ভূমিরূপ?

ক. বদ্বীপ

খ. পলল কোণ

গ. পাদদেশীয় পলল সমভূমি

ঘ. প্লাবন

৭৮. দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?

ক. নদীগর্ভ খ. নদী সংগম

গ. নদী উপত্যকা ঘ. নদী অববাহিকা

৭৯. কোনটি ‘ব্যাসল্ট’ শিলা?

ক. অন্তরীভূত খ. জীবাশ্ম দেখা যায়

গ. নরম ও হালকা ঘ. ছিদ্র দেখা যায়

৮০. ‘মাওনালেয়া’ কোন ধরনের আগ্নেয়গিরি?

ক. সুপ্ত খ. সক্রিয়

গ. মৃত ঘ. সিন্ডার কোণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.ঘ ৭২.ক ৭৩.ঘ ৭৪.খ ৭৫.ক ৭৬.গ ৭৭.গ ৭৮.খ ৭৯.ক ৮০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা