অষ্টম শ্রেণির পড়াশোনা
৩১. ট্রোজান হর্স ভাইরাসের মূল বৈশিষ্ট্য কী?
ক. নিজের কপি তৈরি করা
খ. হার্ডডিস্ক ফরম্যাট করা
গ. নিজের পরিচয় আড়াল করে রাখা
ঘ. ডেটা চুরি করা ও মুছে দেওয়া
৩২. ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ কী?
ক. ইন্টারনেটের কম গতি
খ. ইন্টারনেট বিকাশ
গ. সিডির ব্যবহার
ঘ. পাসওয়ার্ডের ব্যবহার
৩৩. প্রচলিত ও শনাক্ত ম্যালওয়্যারের সংখ্যা বেশি হলো—
i. কম্পিউটার ভাইরাস
ii. কম্পিউটার ওয়ার্ম
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. কোন ধরনের ম্যালওয়্যার যেকোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়?
ক. অ্যান্টিম্যালওয়্যার
খ. কম্পিউটার ভাইরাস
গ. ফায়ারওয়াল
ঘ. অ্যান্টিভাইরাস
৩৫. কম্পিউটার ভাইরাসের ফলে—
i. নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে
ii. যেকোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়
iii. ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া ছড়িয়ে পড়ে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কম্পিউটার ভাইরাস—
i. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে
ii. এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার
iii. পুনরুৎপাদনে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বোঝা যায়—
i. কম্পিউটারের গতি কমে গেলে
ii. ঘন ঘন রিবুট না হলে
iii. হ্যাং হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. সিআইএইচ কী?
ক. একটি ওয়েবসাইট
খ. একটি ভাইরাস
গ. একটি কম্পিউটার
ঘ. একটি টিভি চ্যানেল
৩৯. কম্পিউটার ওয়ার্ম সাধারণত—
i. যেকোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে
ii. অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে
iii. যেকোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. কম্পিউটার ওয়ার্মের ফলে—
i. পেনড্রাইভে ভাইরাস সক্রিয় হয়ে উঠতে পারে
ii. নেটওয়ার্কের কম্পিউটার আক্রান্ত হতে পারে
iii. বিভিন্ন নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা