১১. রক্তের শ্বেতকণিকার গড় আয়ু কত দিন?
ক. ১-১৫ দিন খ. ২-১০ দিন
গ. ১০-১৫ দিন ঘ. ১৫-৩০ দিন
১২. রক্তের অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক. ৫-১০ দিন খ. ১-১৫ দিন
গ. ১০-১৫ দিন ঘ. ৮-১০ দিন
১৩. শিশুর দেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৬০-৭০ লাখ খ. ৭০-৮০ লাখ
গ. ৮০-৯০ লাখ ঘ. ৪৫-৫৫ লাখ
১৪. পূর্ণবয়স্ক পুরুষের দেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৬০-৭১ লাখ খ. ৭০-৮০ লাখ
গ. ৪.৫-৫.৫ লাখ ঘ. ৪-৫ লাখ
১৫. নারীদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৪-৫ লাখ খ. ৪.৫-৫.৫ লাখ
গ. ৬০-৭০ লাখ ঘ. ৭০-৮০ লাখ
১৬. মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?
ক. ৪-১০ হাজার খ. ৫-১০ হাজার
গ. ৬-১২ হাজার ঘ. ১-১৪ হাজার
১৭. কোন রক্তকণিকা ‘ফ্যাগোসাইটোসিস’ প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
ক. লোহিত রক্তকণিকা
খ. প্লেইটলেট
গ. অণুচক্রিকা
ঘ. শ্বেতকণিকা
১৮. অ্যান্টি Rh কোনটিকে ধ্বংস করে?
ক. লোহিত কণিকাকে
খ. প্লেইটলেটকে
গ. অণুচক্রিকাকে
ঘ. শ্বেতকণিকাকে
১৯. শ্বেতকণিকা কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২০. অ্যাগ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা কত প্রকার?
ক. এক খ. দুই
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ক ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা