গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ৯ জুলাই মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি (ICT) পরীক্ষা উপলক্ষে আজকে অধ্যায় ২ থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) এখানে দেওয়া হলো, যার সঙ্গে রয়েছে উত্তর। আগামীকাল এবং আগামী পরশু দিন পর্যায়ক্রমে অন্যান্য অধ্যায় থেকেও MCQ দেওয়া হবে। ধৈর্য্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।

১.     উৎস ও প্রেরকের একত্রিত অংশকে কী বলা হয়?

         ক. গন্তব্য সিস্টেম                          খ. উৎস সিস্টেম

         গ. প্রেরক সিস্টেম                          ঘ. উৎস গ্রহণ

২.     ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কোন ধরনের কাজ?

         ক. গ্রাহকের কাজ                          খ. রিসিভারের কাজ

         গ. ডিভাইসের কাজ  ঘ. সিগন্যালের কাজ

৩.    বিট সিনক্রোনাইজেশন হচ্ছে—

         i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি

         ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত  অতিরিক্ত বিট

         iii. ব্যান্ডউইডথের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৪.     BPS –এর পূর্ণ রূপ কী?

         ক. Bit per source                      খ. Bit per system

         গ. Byte per source                    ঘ. Bit per second

৫.     ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

         ক. bps                                      খ. baud

         গ. Bps                                      ঘ. Kbps

৬.    ব্যান্ডউইডথ দ্বারা কী বোঝায়?

         ক. ট্রান্সমিশন পদ্ধতি                      খ. ইন্টারনেট সার্ভিস

         গ. ডেটা স্থানান্তরের হার                 ঘ. ট্রান্সমিশন মোড

৭.     ই-মেইল সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইডথ কত?

         ক. 10 Kbps                               খ. 0.5 Mbps

         গ. 1 Mbps                                 ঘ. 4 Mbps

৮.     ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো—

         i. সিমপ্লেক্স                                 ii. হাফ ডুপ্লেক্স

         iii. ফুল ডুপ্লেক্স

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৯.    নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক?

     ক. Binary       খ. Bit

     গ. Byte          ঘ. Bps

১০.   ১ বাইট= কত বিট?

     ক. ২ বিট         খ. ৪ বিট

     গ. ৮ বিট         ঘ. ১০২৪ বিট

১১.   ১ Gbps বলতে কী বোঝায়?

     ক. প্রতি সেকেন্ডে ১ হাজার বিট স্থানান্তর

     খ. প্রতি সেকেন্ডে ১ লাখ বিট স্থানান্তর

     গ. প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন বিট স্থানান্তর

     ঘ. প্রতি সেকেন্ডে ১ বিলিয়ন বিট স্থানান্তর

১২.   ইউনিকাস্ট মোডের উদাহরণ হলো—

     i. পেজার        

     ii. মোবাইল

     iii. ফ্যাক্স

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১৩.   বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. ২ ভাগে       খ. ৩ ভাগে

     গ. ৪ ভাগে       ঘ. ৫ ভাগে

১৪.   USBএর পূর্ণ রূপ কী?

     ক. Universal Serial Bus

     খ. Unique Serial Bus

     গ. Universal Selection Bus

     ঘ. Universal Serial Bulk

১৫.   কিসের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত ও পুনরুদ্ধার করতে পারে?

     ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন

     খ. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন

     গ. বিট সিনক্রোনাইজেশন

     ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন

১৬.   বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. ২ ভাগে       খ. ৩ ভাগে

     গ. ৪ ভাগে       ঘ. ৫ ভাগে

১৭.   কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?

     ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন

     খ. এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন

     গ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন

     ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন

১৮.   কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?

     ক. ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড

     খ. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড

     গ. মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড

     ঘ. ফুল ডুপ্লেক্স মোড

১৯.   ফুল ডুপ্লেক্স মোডে চলে—

     i. মোবাইল ফোন   ii. ল্যান্ড ফোন

     iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২০. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বিভক্ত করা যায়?

     ক. ২ ভাগে       খ. ৩ ভাগে

     গ. ৪ ভাগে       ঘ. ৫ ভাগে

২১.   ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?

     ক. ব্রডকাস্ট       খ. সিমপ্লেক্স

     গ. ফুল ডুপ্লেক্স  ঘ. হাফ ডুপ্লেক্স

২২.   হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

     ক. ওয়াকিটকি   খ. টেলিফোন

     গ. মোবাইল      ঘ. রেডিও

২৩. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে—

     i. সিমপ্লেক্স      ii. মাল্টিকাস্ট

     iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২৪.   সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

     ক. ওয়াকিটকি   খ. টেলিফোন

     গ. মোবাইল      ঘ. রেডিও

২৫.   নিচের কোন পদ্ধতিতে টেলিফোনে ডেটা ট্রান্সমিশন হয়?

     ক. সিমপ্লেক্স মোড খ. হাফ ডুপ্লেক্স মোড

     গ. ফুল ডুপ্লেক্স মোড

     ঘ. ট্রিপল মোড

২৬. নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক?

     ক. ইউনিকাস্ট    খ. ব্রডকাস্ট

     গ. রিয়েলকাস্ট   ঘ. মাল্টিকাস্ট

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ

উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আলফা কোম্পানির দুই নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছেন, তবে একই সঙ্গে নয়।

৩৪.  উদ্দীপকে উল্লিখিত দুই ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন?

         ক. সিমপ্লেক্স                                খ. হাফ ডুপ্লেক্স

         গ. ফুল ডুপ্লেক্স                             ঘ. ব্রডকাস্ট

৩৫.  একই সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁদের দরকার—

         i. মোবাইল                                

         ii. টেলিফোন

         iii. রেডিও

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৩৬.  কোনটি মাল্টিকাস্টের উদাহরণ?

         ক. ওয়াকিটকি                              খ. টেলিফোন

         গ. মোবাইল                                ঘ. ভিডিও কনফারেন্স

৩৭.   গ্রুপ SMS কী?

         ক. ইউনিকাস্ট                             খ. ব্রডকাস্ট

         গ. রিয়েলকাস্ট                              ঘ. মাল্টিকাস্ট

৩৮.  ডেটা কমিউনিকেশনে মিডিয়া হলো—

         i. অপটিক্যাল ফাইবার

         ii. টুইস্টেড পেয়ার কেব্​ল

         iii. মডেম

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৩৯.  ডেটা কমিউনিকেশনে গাইডেড মিডিয়া হলো—

         i. অপটিক্যাল ফাইবার

         ii. তারমাধ্যম

         iii. মাইক্রোওয়েভ

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৪০.  টুইস্টেড পেয়ার কেব্​লকে কয় ভাগে ভাগ করা যায়?

         ক. ২ ভাগে                                  খ. ৩ ভাগে

         গ. ৪ ভাগে                                  ঘ. ৫ ভাগে

৪১.   নিচের কোনটি স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়?

         ক. কো-এক্সিয়াল কেব্​ল

         খ. টুইস্টেড পেয়ার কেব্​ল

         গ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

         ঘ. স্যাটেলাইট

৪২.   টুইস্টেড পেয়ার কেব্​লে মোট কয় জোড়া  তার থাকে?

     ক. ২ জোড়া     খ. ৩ জোড়া

     গ. ৪ জোড়া      ঘ. ৫ জোড়া

৪৩. টুইস্টেড পেয়ার কেব্​লের বৈশিষ্ট্য—

     i. শুধু ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়

     ii. অ্যানালগ ও ডিজিটাল ডেটা ট্রান্সমিট  করা যায়

     iii. কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য উপযোগী

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৪.   টুইস্টেড পেয়ার কেব্​লে প্রতি জোড়া তারে কোন রঙের তার প্যাঁচানো থাকে?

     ক. সবুজ          খ. নীল

     গ. কমলা         ঘ. সাদা

৪৫.   কোন কেব্​লে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না?

     ক. টুইস্টেড পেয়ার কেব্​লে

     খ. থিননেট কেব্​লে

     গ. থিকনেট কেব্​লে

     ঘ. অপটিক্যাল ফাইবার কেব্​লে

৪৬. কো-এক্সিয়াল কেব্​লের কেন্দ্রে নিচের কোনটি থাকে?

     ক. অ্যালুমিনিয়াম ওয়্যার

     খ. সলিড কপার ওয়্যার

     গ. জ্যাকেট

     ঘ. প্লাস্টিক ইনসুলেটর

৪৭.   কো-এক্সিয়াল কেব্​ল কত প্রকার?

     ক. ২ প্রকার      খ. ৩ প্রকার

     গ. ৪ প্রকার      ঘ. ৫ প্রকার

৪৮.   অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়—

     i. তামা           

     ii. প্লাস্টিক

     iii. কাচ

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৯. নিচের কোন কেব্​ল 10BASE-5 নামে পরিচিত?

     ক. টুইস্টেড পেয়ার কেব্​ল

     খ. থিননেট কেব্​ল

     গ. থিকনেট কেব্​ল

     ঘ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

৫০. কোনটি থিননেটের বৈশিষ্ট্য?

     ক. ভারী ও ননফ্লেক্সিবল

     খ. হালকা ও ননফ্লেক্সিবল

     গ. ভারী ও ফ্লেক্সিবল

     ঘ. হালকা ও ফ্লেক্সিবল

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. ক ৪৬. খ ৪৭. ক ৪৮. গ ৪৯. গ ৫০. ঘ

৫১.   কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্​ল তৈরি হয়?

     ক. কাচতন্তু       খ. কপার

     গ. ইস্পাত        ঘ. ফেরাস কোর

৫২.   অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ?

     ক. ২টি            খ. ৩টি

     গ. ৪টি            ঘ. ৫টি

৫৩. কোনটি অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

     ক. আলফা রশ্মি খ. লেজার রশ্মি

     গ. বিটা রশ্মি     ঘ. গামা রশ্মি

৫৪.   অপটিক্যাল ফাইবারের কোথায় আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে?

     ক. ফাইবারের বাইরে

     খ. কোরের অভ্যন্তরে

     গ. কোরের ঠিক বাইরে

     ঘ. ক্ল্যাডিং ও জ্যাকেটের অভ্যন্তরে

৫৫.   অপটিক্যাল ফাইবার কেব্​ল—

     i. উচ্চগতিসম্পন্ন

     ii. দামে সস্তা

     iii. বিদ্যুৎ চুম্বকীয় প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৫৬. কোনটি ক্ল্যাডিং নামে পরিচিত?

     ক. ফাইবারের অভ্যন্তরীণ স্তর

     খ. ফাইবারের বাইরের স্তর

     গ. কোরের বাইরের স্তর

     ঘ. কোরের অভ্যন্তরীণ স্তর

৫৭.   অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে আলো চলাচল করে?

     ক. প্রতিসরণের মাধ্যমে

     খ. প্রতিফলনের মাধ্যমে

     গ. সমাবর্তনের মাধ্যমে

     ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে

৫৮.   নিচের কোনটি কোরের ব্যাস নির্দেশ করে?

     ক. ৪ থেকে ১০০ মাইক্রন

     খ. ৬ থেকে ১০০ মাইক্রন

     গ. ৮ থেকে ১০০ মাইক্রন

     ঘ. ৫০ থেকে ১০০ মাইক্রন

৫৯. সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত?

     ক. ৪–২০ মাইক্রন  খ. ২–৫০ মাইক্রন

     গ. ৮–১২ মাইক্রন   ঘ. ৮–১০০ মাইক্রন

৬০. মাল্টি মোড ফাইবারে কোরের ব্যাস কত?

     ক. ১০–২০ মাইক্রন   খ. ৮–৫০ মাইক্রন

     গ. ৩০–৬০ মাইক্রন 

     ঘ. ৫০–১০০ মাইক্রন

৬১.   LEDএর পূর্ণ রূপ কী?

     ক. Light Emission Diode

     খ. Light Emitting Diode

     গ. Least Emitting Diode

     ঘ. Light Emitting Detection

৬২. ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন—

     i. রেডিও ওয়েভ ii. বেজ স্টেশন

     iii. অ্যান্টেনা

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৬৩. নিচের কোনটি রেডিও ওয়েভের কম্পাঙ্কসীমা?

     ক. 3Hz-300 KHz খ. 3KHz-300 GHz

     গ. 3MHz-300 GHz  ঘ. 3GHz-300 THz

৬৪. কোন ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়?

     ক. রেডিও ওয়েভ

     খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ

     গ. টেরিস্ট্রিরিয়াল মাইক্রোওয়েভ

     ঘ. ইনফ্রারেড ওয়েভ

৬৫. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি

     ব্যবহৃত হয়

     i. বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচারে

     ii. প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে

     iii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৬৬. নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়?

     ক. রেডিও ওয়েভ   খ. মাইক্রোওয়েভ

     গ. গামা রে       ঘ. ইনফ্রারেড ওয়েভ

৬৭.   নিচের কোনটি মাইক্রোওয়েভের কম্পাঙ্কসীমা?

     ক. 3Hz-300 KHz খ. 3KHz-300 GHz

     গ. 3MHz-300 GHz ঘ. 1GHz-100 GHz

৬৮. LOSএর পূর্ণ রূপ কী?

     ক. Line of Signal

     খ. Light Oriented Signal

     গ. Line of Standard

     ঘ. Line of Sight

৬৯. কোনটি মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য?

     ক. বাঁকা পথে চলতে পারে না

     খ. আয়নমণ্ডলে প্রতিফলিত হয়

     গ. ভেদনক্ষমতা কম

     ঘ. অনেক বেশি দূরত্বে গমন করতে পারে

৭০.   মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কয়টি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

     ক. ২টি            খ. ৩টি

     গ. ৪টি            ঘ. ৫টি

৭১.   রেডিও ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য—

     i. পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়

     ii. ইন্টারফেয়ারেন্স বেশি হয়

     iii. প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ  কার্যকর থাকে

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৭২.   মাইক্রোওয়েভ যোগাযোগব্যবস্থায়—

     i. ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারে না

     ii. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল ট্রান্সমিট করা হয়

     iii. টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট দুই ধরনের সিস্টেমে কাজ করে

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৭৩.   কোন প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়?

     ক. রেডিও ওয়েভ

     খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ

     গ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

     ঘ. ইনফ্রারেড ওয়েভ

৭৪.   কোনটি পাহাড়ি দুর্গম এলাকায় যোগাযোগের সর্বোত্তম মাধ্যম?

     ক. অপটিক্যাল ফাইবার

     খ. টুয়েস্টেড পেয়ার কেব্​ল

     গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ 

     ঘ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

৭৫.   VSATএর পূর্ণ রূপ কী?

     ক. Very Small Aperture Terminal

     খ. Verilog Satellite Area Terminal

     গ. Very Small Area Terminal

     ঘ. Very Stationary Area Terminal

৭৬.   পিকোনেট কোন প্রযুক্তির সঙ্গে জড়িত?

     ক. ওয়াইফাই   

     খ. ওয়াইম্যাক্স

     গ. মোবাইল নেটওয়ার্ক

     ঘ. ব্লুটুথ

৭৭.   একটি পিকোনেটের আওতায় সর্ব্বোচ্চ কতটি ডিভাইস থাকতে পারে?

     ক. ২টি            খ. ৪টি

     গ. ৮টি            ঘ. ১০টি

৭৮.   WiFi ও WiMAXএর মধ্যে পার্থক্য—

     i. কাভারেজ এরিয়ায়

     ii. ট্রান্সমিশন মোডে

     iii. ট্রান্সমিশন স্পিডে

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৭৯.   নিচের কোন ওয়্যারলেস প্রযুক্তি PAN (Personal Area Network)–এর জন্য প্রযোজ্য?

     ক. ওয়াইফাই    খ. ওয়াইম্যাক্স

     গ. মোবাইল নেটওয়ার্ক

     ঘ. ব্লুটুথ

৮০. কত কম্পাঙ্কের তরঙ্গ ব্লুটুথ ব্যবস্থায় ব্যবহৃত হয়?

     ক. 1.2 KHz    খ. 2.1 MHz

     গ. 2.4 GHz     ঘ. 5.6 GHz

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১. ক ৫২. খ ৫৩. খ ৫৪. খ ৫৫. খ ৫৬. গ ৫৭. ঘ ৫৮. গ ৫৯. গ ৬০. ঘ ৬১. খ ৬২. ঘ ৬৩. খ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ক ৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. ক ৭০. ক ৭১. খ ৭২. ঘ ৭৩. গ ৭৪. ঘ ৭৫. ক ৭৬. ঘ ৭৭. গ ৭৮. খ ৭৯. ঘ ৮০. গ

৮১.   নিচের কোনটি ওয়্যারলেস প্রযুক্তি LAN (Local Area Network)–এর জন্য প্রযোজ্য?

     ক. ওয়াইফাই   

     খ. ওয়াইম্যাক্স

     গ. মোবাইল নেটওয়ার্ক

     ঘ. ব্লুটুথ

৮২.   কোনটি WiFi শব্দটির উৎপত্তি নির্দেশক?

     ক. Wireless Field

     খ. Wireless Fidelity

     গ. Wireless Fiber

     ঘ. Wireless Function

৮৩. কোনটি WiFiএর কাভারেজ এরিয়া?

     ক. 10 থেকে 20 মিটার

     খ. 20 থেকে 50 মিটার

     গ. 10 থেকে 20 মিটার

     ঘ. 50 থেকে 200 মিটার

৮৪.   WiFiএর ক্ষেত্রে প্রযোজ্য—

     i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়

     ii. কেব্​লের প্রয়োজন নেই

     iii. কাভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৮৫.   নিচের কোন নেটওয়ার্ক ব্যবহারের জন্য লাইসেন্স বা কর্তৃপ​ক্ষের অনুমোদনের প্রয়োজন হয়?

     ক. ওয়াইফাই    খ. ওয়াইম্যাক্স

     গ. মোবাইল নেটওয়ার্ক

     ঘ. ব্লুটুথ

৮৬. নিচের কোনটি WiFiএর IEEE স্ট্যান্ডার্ড?

     ক. 802.11       খ. 802.15

     গ. 802.16       ঘ. 802.17

৮৭.   DSLএর পূর্ণ রূপ কী?

     ক. Digital Subscriber Link

     খ. Digital System Link

     গ. Discrete Subscriber Line

     ঘ. Digital Subscriber Line

৮৮.   WiMAXএর পূর্ণ রূপ কী?

     ক. Wireless Maximum

     খ. Worldwide Interoperability for Microwave Access

     গ. Worldwide Internet for Microwave Access

     ঘ. Worldwide Internet for Maximum Access

৮৯. নিচের কোনটি WiMAXএর IEEE স্ট্যান্ডার্ড?

     ক. 802.11       খ. 802.15

     গ. 802.16       ঘ. 802.17

৯০. কোনটি WiMAX বেজ স্টেশনের কাভারেজ এরিয়া?

     ক. 10 থেকে 20 মিটার

     খ. 10 থেকে 50 কিলোমিটার

     গ. 50 থেকে 80 কিলোমিটার

     ঘ. 100 থেকে 200 কিলোমিটার

৯১.   জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন কয়টি প্রজন্মে বিভক্ত?

     ক. 2টি            খ. 3টি

     গ. 4টি             ঘ. 5টি

৯২. কোন কোম্পানি প্রথম সেলুলার ফোন উৎপাদন শুরু করে?

     ক. NOKIA      খ. NTC

     গ. NTTC       ঘ. ALCATEL

৯৩.  GSM প্রযুক্তির সুবিধা—

         i. রোমিং সুবিধা বেশি পাওয়া যায়

         ii. বিদ্যুৎ খরচ কম হয়

         iii. সিম পরিবর্তন করা যায়

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৯৪.  প্রথম প্রজন্মের মোবাইল শুরু হয় কখন?

         ক. 1971 সালে                             খ. 1973 সালে

         গ. 1975 সালে                             ঘ. 1979 সালে

৯৫.  ডিজিটাল ট্রান্সমিশন চালু হয় কোন প্রজন্মের মোবাইলে?

         ক. প্রথম                                     খ. দ্বিতীয়

         গ. তৃতীয়                                    ঘ. চতুর্থ

৯৬.  কোন নেটওয়ার্কে প্রিপেইড সিস্টেম চালু হয়?

         ক. প্রথম প্রজন্মের নেটওয়ার্কে          খ. দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কে

         গ. তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কে         ঘ. চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কে

৯৭.   কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়?

         ক. প্রথম                                     খ. দ্বিতীয়

         গ. তৃতীয়                                    ঘ. চতুর্থ

৯৮.  CDMAএর পূর্ণ রূপ কী?

         ক. Code Division Multiple Access

         খ. Cascading Device Multiple Access

         গ. Compact Disk Management Authority

         ঘ. Code Division Multimedia Access

৯৯.  GSMএর পূর্ণ রূপ কী?

         ক. Global Service Management

         খ. Grameenphone Service Management

         গ. Grameenphone System for Mobiles

         ঘ. Global System for Mobile Communication

১০০. প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের মোবাইলে?

         ক. প্রথম                                     খ. দ্বিতীয়

         গ. তৃতীয়                                    ঘ. চতুর্থ

১০১. UMTSএর পূর্ণ রূপ কী?

         ক. Unique Mobile Telecommunication System

         খ. Universal Mobile Telecommunication System

         গ. Universal Mobile Telecommunication Standard

         ঘ. Unique Mobile Telecommunication Standard

১০২.  FOMAএর পূর্ণ রূপ কী?

      ক. Freedom of Media Access

      খ. Freedom of Multimedia Access

      গ. Freedom of Multimedia Acceleration

      ঘ. Freedom of Multimedia Accuracy

১০৩. LTEএর পূর্ণ রূপ কী?

      ক. Long Terminal Equipment

      খ. Long Term Enhancement

      গ. Long Term Evolution

      ঘ. Long Term Engine

১০৪. দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে 4G-নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ কত?

      ক. 1 Mbps     খ. 4 Mbps

      গ. 10 Mbps   ঘ. 100 Mbps

১০৫. 4K ভিডিও উপভোগ করা যায় কোন প্রজন্মের মোবাইলে?

      ক. প্রথম         খ. তৃতীয়

      গ. চতুর্থ          ঘ. পঞ্চম

১০৬. ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?

      ক. ২ প্রকার     খ. ৩ প্রকার          

      গ. ৪ প্রকার     ঘ. ৫ প্রকার

১০৭. PAN (Personal Area Network)–এর পরিধি সর্বোচ্চ কত?

      ক. ১ মিটার     খ. ২ মিটার

      গ. ৫ মিটার     ঘ. ১০ মিটার

১০৮. PAN (Personal Area Network)–এর জন্য প্রযোজ্য—

      i. এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে

      ii. হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করতে পারে

      iii. এটি স্থাপন করা সহজ ও স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায় নিচের কোনটি সঠিক?

      ক. i ও ii        খ. i ও iii

      গ. ii ও iii       ঘ. i, ii ও iii

১০৯. নিচের কোনটি Googleplexএর উদাহরণ?

      ক. LAN         খ. CAN

      গ. MAN        ঘ. WAN

১১০. পৃথিবীর সবচেয়ে বড় WAN–এর উদাহরণ কোনটি?

      ক. amazon    খ. ebay

      গ. Microsof   ঘ. Internet

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮১. ক ৮২. খ ৮৩. ঘ ৮৪. ঘ ৮৫. খ ৮৬. ক ৮৭. ঘ ৮৮. খ ৮৯. গ ৯০. গ ৯১. ঘ ৯২. গ ৯৩. ঘ ৯৪. ঘ ৯৫. খ ৯৬. খ ৯৭. খ ৯৮. ক ৯৯. ঘ ১০০. গ ১০১. খ ১০২. খ ১০৩. গ ১০৪. ঘ ১০৫. ঘ ১০৬. ঘ ১০৭. ঘ ১০৮. ঘ ১০৯. খ ১১০. ঘ

১১১.   অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরকে কী বলে?

      ক. মডুলেশন   খ. ডিমডুলেশন

      গ. এনকোডিং  ঘ. ডিকোডিং

১১২. ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তরকে কী বলে?

         ক. মডুলেশন                               খ. ডিমডুলেশন

         গ. এনকোডিং                              ঘ. ডিকোডিং

১১৩. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য—

         i. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার

         ii. সফটওয়্যার রিসোর্স শেয়ার

         iii. একের অধিক কম্পিউটারের সংযোগ সাধন

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১১৪. MODEMএর পূর্ণ রূপ কী?

         ক. Modulation Demodulation  খ. Modulator Demodulator

         গ. Mode of modulation            ঘ. Demodulator Modulator

১১৫. MAC অ্যাড্রেস কী?

         ক. NICএর ক্রমিক নম্বর               খ. ROMএর ক্রমিক নম্বর

         গ. IPএর ক্রমিক নম্বর                  ঘ. HUBএর ক্রমিক নম্বর

১১৬. NICএর পূর্ণ রূপ কী?

         ক. Network Interchange Card  খ. Network Interface Card

         গ. Network Identity Card        ঘ. Network Information Card

১১৭.  সুইচের ক্ষেত্রে প্রযোজ্য—

         i. একাধিক LAN তৈরি করা সম্ভব

         ii. নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়

         iii. পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১১৮. ISPএর পূর্ণ রূপ কী?

         ক. Internet Service Package     খ. Internet Service Protocol

         গ. Internet Service Provider     ঘ. Internet System Protocol

১১৯. সুইচের কাজ—

         i. বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ প্রদান করা

         ii. আইপি অ্যাড্রেস অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া

         iii. MAC অ্যাড্রেস অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১২০. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

         ক. হাব                                       খ. সুইচ

         গ. রিপিটার                                 ঘ. রাউটার

১২১. কোনো একটি ডেটা প্যাকেটকে কোন পথ দিয়ে পাঠানো সবচেয়ে সুবিধাজনক, সে সিদ্ধান্ত কে নিতে পারে?

         ক. হাব                                       খ. সুইচ

         গ. রাউটার                                  ঘ. গেটওয়ে

১২২. ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয়?

         ক. হাব                                       খ. সুইচ

         গ. রাউটার                                  ঘ. গেটওয়ে

১২৩. নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে কী বলে?

         ক. মিডিয়া                                  খ. সুইচ

         গ. মিডিয়া                                  ঘ. নোড

১২৪. মডেমের কাজ—

         i. ডেটা পাঠানো                           ii. ডেটা গ্রহণ

         iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১২৫. মডেমের বৈশিষ্ট্য—

         i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে

         ii. অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে

         iii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১২৬. রাউটারের কাজ—

         i. নেটওয়ার্ক সম্প্রসারণ করা

         ii. একাধিক প্রটোকলের নেটওয়ার্ক  সংযুক্ত করা

         iii. দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১২৭. নেটওয়ার্কযুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের নাম কী?

         ক. ডিভাইস                                 খ. টপোলজি

         গ. মিডিয়া                                  ঘ. নেটওয়ার্ক

১২৮. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না?

         ক. বাস টপোলজি                         খ. স্টার টপোলজি

         গ. রিং টপোলজি                          ঘ. মেশ টপোলজি

নিচের উদ্দীপকের আলোকে ১২৯ ও ১৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান–প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। তারপর তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

১২৯. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?

         ক. PAN                                    খ. LAN

         গ. MAN                                    ঘ. WAN

১৩০.    কামাল সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

         ক. বাস্তবায়নের খরচ হ্রাস পাবে       খ. ব্যান্ডউইডথ বৃদ্ধি পাবে

         গ. বেশি শক্তি ব্যবহৃত হবে             ঘ. প্রতিস্থাপন সহজ হবে

১৩১. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনের নাম কী?

         ক. বাস টপোলজি                         খ. স্টার টপোলজি

         গ. রিং টপোলজি                          ঘ. মেশ টপোলজি

১৩২. LANএর টপোলজি সাধারণত হয়ে থাকে–

         i. বাস টপোলজি                          ii. স্টার টপোলজি

         iii. রিং টপোলজি

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৩৩ ও ১৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

১৩৩. উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক কোনটি হবে?

         ক. WPAN                                 খ. WLAN

         গ. WMAN                                ঘ. WWAN

১৩৪. উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত—

         i. কেব্​্লের মাধ্যমে

         ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে

         iii. ওয়াইফাইয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৩৫. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে transmission delay time বৃদ্ধি পায়—

         i. বাস টপোলজিতে

         ii. স্টার টপোলজিতে

         iii. রিং টপোলজিতে

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৩৬. বাস টপোলজিতে—

         i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

         ii. মূল কেব্​ল ব্যাকবোন

         iii. রিপিটার ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৩৭. বাস টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য—

         i. একই ধরনের নেটওয়ার্কে ভিন্ন ধরনের কেব্​ল ব্যবহৃত হয়

         ii. সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই

         iii. কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সমস্যা হয়

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৩৮. স্টার টপোলজিতে—

         i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

         ii. সংকেত প্রবাহ দ্বিমুখী হয়

         iii. অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয়

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৩৯.    হাইব্রিড টপোলজি যেসব নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি হতে পারে—

         i. বাস                                       ii. স্টার

         iii. মেশ

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৪০. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য—

         i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান

         ii. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার

         iii. ব্যবহার যা–ই হোক, ব্যয় নির্দিষ্ট

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

১৪১. রিং টপোলজিতে—

         i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান

         ii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়

         iii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১১. খ ১১২. ক ১১৩. ঘ ১১৪. খ ১১৫. ক ১১৬. খ ১১৭. গ ১১৮. গ ১১৯. খ ১২০. খ ১২১. গ ১২২. ঘ ১২৩. ঘ ১২৪. ক ১২৫. ঘ ১২৬. ঘ ১২৭. খ ১২৮. গ ১২৯. গ ১৩০. খ ১৩১. খ ১৩২. ঘ ১৩৩. খ ১৩৪. গ ১৩৫. খ ১৩৬. গ ১৩৭. ক ১৩৮. ঘ ১৩৯. ঘ ১৪০. ক ১৪১. খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা