পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৭. তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাণ গ্যাসকে সংকোচন ও প্রসারণ করা হয়, সে প্রক্রিয়াকে কী বলে?

ক. সমচাপ খ. রুদ্ধতাপীয়

গ. সমোষ্ণ ঘ. সম–আয়তন

২৮. যে প্রক্রিয়ায় সিস্টেমে শক্তি সরবরাহ করলেও কাজ হয় না, তাকে কী বলে?

ক. সমচাপ খ. সমতাপমাত্রা

গ. সমতাপ ঘ. সম–আয়তন

২৯. একটা গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়ার নাম কী?

ক. সমোষ্ণ প্রক্রিয়া

খ. রুদ্ধতাপীয় প্রক্রিয়া

গ. সম–আয়তন প্রক্রিয়া

ঘ. সমচাপ প্রক্রিয়া

৩০. দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত (ϒ) কত?

ক. 1.33 খ. 1.40

গ. 1.67 ঘ. 1.69

৩১. এনট্রপির ভৌত তাৎপর্য হলো—

i. ইহা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে

ii. ইহার পরিবর্তন পথের ওপর নির্ভর করে না

iii. ইহার মান বৃদ্ধি পেলে বস্তু বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলিত অবস্থায় যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. এনট্রপির মাত্রা কত?

ক. ML-2 T-2 θ-1 খ. ML-2 T-2

গ. MLT-2 ঘ. M-2 T-2

৩৩. তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে?

ক. বাষ্পীয় ইঞ্জিন খ. পেট্রল ইঞ্জিন

গ. রেফ্রিজারেটর ঘ. তাপ ইঞ্জিন

৩৪. আদর্শ গ্যাসের ক্ষেত্রে—

i. সমোষ্ণ প্রক্রিয়া dT = 0

ii. সমচাপ প্রক্রিয়া dP = 0

iii. রুদ্ধতাপীয় প্রক্রিয়া dQ = 0

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.খ ৩১.ক ৩২.ক ৩৩.ঘ ৩৪.ঘ

মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা