ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
১১. কোন শাসক পুন্ড্রনগর শাসন করেছেন?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট চন্দ্রগুপ্ত
গ. রাজা গোপাল
ঘ. সম্রাট অশোক
১২. কোনটি পুন্ড্রনগরের রাজধানী ছিল?
ক. পুন্ড্রনগর খ. হরিকেল
গ. সমতট ঘ. ময়নামতি
১৩. কত শতকে হিউয়েন সাঙ পুন্ড্রনগর পরিদর্শন করেন?
ক. পঞ্চম খ. ষষ্ঠ
গ. সপ্তম ঘ. অষ্টম
১৪. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কয়টি বৌদ্ধবিহার দেখেছিলেন?
ক. ২০ খ. ১৯
গ. ১৮ ঘ. ১৭
১৫. ভাসু বিহার মহাস্থানগড় দুর্গনগর থেকে কত কি.মি. দূরে অবস্থিত?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
১৬. গোবিন্দ ভিটা কোন প্রাচীন নগরসভ্যতার নিদর্শন?
ক. পাহাড়পুর খ. গ্রিক
গ. রোমান ঘ. মহাস্থানগড়
১৭. মহাস্থানগড় থেকে গোকুল মেধ কত কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
১৮. মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত হয়—
i. ঘরবাড়ি ও মুদ্রা
ii. লিপি ও অলংকার
iii. পোড়ামাটির শিল্পকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. অধিকাংশ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
ক. এশিয়া ও আফ্রিকা মহাদেশে
খ. আফ্রিকা ও ইউরোপ মহাদেশে
গ. এশিয়া ও ইউরোপ মহাদেশে
ঘ. এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে
২০. মিসরীয় সভ্যতা কত বছর পূর্বে গড়ে উঠেছিল?
ক. প্রায় ২০০০ খ. প্রায় ৩০০০
গ. প্রায় ৪০০০ ঘ. প্রায় ৫০০০
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়