পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য—
i. ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়
ii. ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়
iii. হেডার এবং ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি অক্ষর থাকে?
ক. 80 খ. 80-132
গ. 120-150 ঘ. 256
২৩. কোন ক্ষেত্রে সিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. দূরবর্তী স্থানে ডেটা পরিবহনের ক্ষেত্রে
খ. রিয়েল টাইম এক্সিকেশনের ক্ষেত্রে
গ. কি-বোর্ডে ডেটা টাইমের ক্ষেত্রে
ঘ. টাইপের ক্ষেত্রে
২৪. ডেটা প্রবাহের দিকের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৫. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক. ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড
খ. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড
গ. মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড
ঘ. ফুল ডুপ্লেক্স মোড
২৬. ফুল ডুপ্লেক্স মোডে চলে—
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বিভক্ত করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৮. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?
ক. ব্রডকাস্ট খ. সিমপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. হাফ ডুপ্লেক্স
২৯. হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
৩০. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে—
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.খ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা