ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
৪১. গ্রিক সভ্যতায় স্পার্টায় কোন সরকার কাঠামো গড়ে উঠেছিল?
ক. সমাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. সামরিকতন্ত্র ঘ. গণতন্ত্র
৪২. কারা বিভিন্ন দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল?
ক. রোমানরা খ. মিসরীয়রা
গ. সুমেরীয়রা ঘ. গ্রিকরা
৪৩. পারসীয় সভ্যতায় সম্রাট দারিয়ুসের অবদান ছিল—
i. ডাকব্যবস্থার প্রচলন
ii. যোগাযোগের জন্য সড়ক নির্মাণ
iii. একেশ্বরবাদী ধর্ম প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. দ্বিতীয় সভ্যতার বড় নগর ছিল—
i. পাটালিপুত্রে
ii. চম্পা ও অমরাবতীতে
iii. স্বরস্বতী ও হাকরায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. কত সাল থেকে উয়ারী–বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?
ক. ২০০০ খ. ২০০২
গ. ২০০৪ ঘ. ২০০৬
৪৬. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কতটি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন?
ক. ৯৪টি খ. ৯৬টি
গ. ৯৮টি ঘ. ১০০টি
৪৭. কোন নগরসভ্যতার প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়?
ক. উয়ারী–বটেশ্বর খ. ময়নামতি
গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
৪৮. মিসরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল?
ক. সিন্ধু খ. নীল
গ. ব্রহ্মপুত্র ঘ. কপোতাক্ষ
৪৯. খ্রিষ্টপূর্ব কত অব্দে গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল?
ক. ৫০০ অব্দে খ. ৬০০ অব্দে
গ. ৭০০ অব্দে ঘ. ৮০০ অব্দে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.খ ৪৯.ঘ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়