ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২০. কোন খলিফা কৃষিকাজের উন্নয়নে খাল খনন করেন?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত উসমান (রা.)

গ. হজরত আলী (রা.) ঘ. হজরত উমর (রা.)

২১. একই পাঠ রীতি প্রচলনে আল–কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আলী (রা)

২২. হজরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল?

ক. আধুনিকীকরণ খ. একই পঠনরীতির প্রচলন

গ. হরকত সংযোজন ঘ. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন

২৩. কাকে ‘আসাদুল্লাহ’ উপাধি প্রদান করা হয়?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আলী (রা)

২৪. হজরত আলী (রা) ‘আসাদুল্লাহ’ উপাধি পেয়েছিলেন কিসের জন্য?

ক. অসীম সাহসিকতা খ. হুদায়বিয়ার সন্ধি লেখা

গ. কামুস দুর্গ জয়ের জন্য ঘ. জ্ঞান সাধনা

২৫. মহানবি (সা.) মক্কায় যে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন, তার নাম কী?

ক. দারুস সালাম খ. দারুল আরকাম

গ. দারুল আমান ঘ. বাইতুল্লাহ শরিফ

২৬. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন, তার নাম কী?

ক. বায়তুন নাজাত

খ. বায়তুল আমান

গ. বায়তুল হিকমাহ

ঘ. বায়তুল ফালাহ

২৭. ইমাম আযম বা বড় ইমাম বলা হয় কাকে?

ক. ইমাম আবু হানিফা (র.)

খ. ইমাম গাযালি (র.)

গ. ইমাম ইসমাইল বুখারি (র.)

ঘ. ইমাম জাবির আত-তাবারি (র.)

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২০.ঘ ২১.গ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]