এইচএসসি পরীক্ষার্থীদের দরকারি নির্দেশাবলি

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ

দরকারি নির্দেশাবলি

মো. সুজাউদ দৌলা
মো. সুজাউদ দৌলা

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা দোরগোড়ায়। প্রতিবছর কিছু পরীক্ষার্থী থাকে যারা কিছু কমন বিষয়ে ভুল করে, বিষয়গুলো সম্পর্কে না জানার ফলে এমনটা হয়ে থাকে। বিষয়গুলো হয়তো তুমি জানো,তারপরও দেখে নেওয়া জরুরি সেইসব বিষয়গুলো নিয়ে আমি বলব।

পরীক্ষার কক্ষে আসন গ্রহণ

প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। কোনোভাবেই দেরি করা যাবে না।

লিখে বৃত্ত ভরাট

পরীক্ষার সময় তোমরা তোমাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখবে। পরে বলপয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে।

বিরতি থাকবে না

প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

উত্তরপত্র ভাঁজ করবে না

মনে রেখো কোনো অবস্থাতেই তোমার পরীক্ষার উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

ক্যালকুলেটর ব্যবহার

পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

মোবাইল ফোন

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না।

পৃথকভাবে পাস

প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

নিবন্ধিত বিষয়ে পরীক্ষা

পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে যে যে বিষয়/বিষয়সমূহের উল্লেখ আছে, সেই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

উপস্থিতিপত্রে স্বাক্ষর

সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য উপস্থিতিপত্রে স্বাক্ষর করবে।