৩১. ‘থ্যালাসিমিয়া’ হলে রোগীকে কত মাস পরপর রক্ত দিতে হয়?
ক. ৩ মাস খ. ৪ মাস
গ. ৫ মাস ঘ. ৬ মাস
৩২. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ওপর ভিত্তি করে মানবজাতির রক্ত কয়টি গ্রুপে ভাগ করা হয়?
ক. ৩ টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩৩. কোন গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে?
ক. A খ. B
গ. AB ঘ. O
৩৪. ডায়াবেটিস রোগের লক্ষণ—
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. খুব বেশি পিপাসা পাওয়া
iii. চামড়া শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. শিরায় কপাটিকা থাকায় —
i. রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়
ii. রক্তে O2 কম থাকে
iii. রক্তে CO2 যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ থেকে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব হাসান চাকরি থেকে অবসর নেওয়ার পর বাসায় বসে থাকেন। ফলে কিছুদিনের মধ্যে তিনি মোটা হয়ে যান ও তাঁর ওজন বেড়ে যায়। তিনি পরীক্ষা করে দেখলেন তাঁর রক্তে শর্করার পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়েছে।
৩৬. উদ্দীপকে কোন রোগের কথা বলা হয়েছে?
ক. হাঁপানি খ. যক্ষ্মা
গ. উচ্চ রক্তচাপ ঘ. ডায়াবেটিস
৩৭ . শিহাব হাসানের ঐ রোগ হওয়ার কারণ কী?
ক. পরিশ্রম না করা
খ. হঠাৎ চাকরি থেকে অবসর
গ. মানসিক যন্ত্রণা
ঘ. বৃদ্ধ হয়ে যাওয়া
৩৮. শিহাব হাসানের রোগটি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন—
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ঔষধ সেবন
iii. সুশৃঙ্খল জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ‘Rh’ ফ্যাক্টর কী?
ক. অ্যাগুটিনোজেন
খ. অ্যান্টিবডি
গ. অ্যাগুটিনিন
ঘ. নন-অ্যান্টিজেন
৪০. যেসব মানুষের রক্তে Rh ফ্যাক্টর অনুপস্থিত তাদের কী বলা হয়?
ক. Rh++ খ. Rh--
গ. Rh+ ঘ. Rh-
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা