৩১. জাইগোট বলতে কী বোঝায়?
ক. ডিপ্লয়েড কোষ খ. হ্যাপ্লয়েড কোষ
গ. জনন কোষ ঘ. কোষ বিভাজন
৩২. ফার্ন উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
ক. ডিম্বকে খ. ডিম্বাশয়ে
গ. জাইগোটে ঘ. বীজে
৩৩. জিনগত বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কোন বিভাজন?
ক. মাইটোসিস খ. সাইটোকাইনেসিস
গ. অ্যামাইটোসিস ঘ. মিয়োসিস
৩৪. মিয়োসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে?
ক. জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা
খ. জিনের আদান–প্রদান
গ. অঙ্গজ প্রজনন
ঘ. এককোষী জীবের বংশবৃদ্ধি
৩৫. জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
ক. মিয়োসিস খ. মাইটোসিস
গ. অ্যামাইটোসিস ঘ. ক্যারিওকাইনেসিস
৩৬. সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. টেলোফেজ ঘ. ইন্টারফেজ
৩৭. অ্যাস্টার–রে বিচ্ছুরিত হয় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৩৮. নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৩৯. সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৪০. নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক. মেটাফেজ খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ ঘ. সাইটোকাইনেসিস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা