তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তানভীর একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তার সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুলল এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করল।

৫০. তানভীর নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল?

ক. Save খ. Open

গ. Save As ঘ. Close

৫১. সংরক্ষিত সিভি খুলতে তানভীর ব্যবহার করতে পারে—

i. Ctrl+O কমান্ড

ii. Open অপশন

iii. New অপশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. Insert বাটনের নিকটস্থ বাঁ পাশের বাটন কোনটি?

ক. Home খ. Office

গ. Reference ঘ. Table

৫৩. লেখা মোছার জন্য ব্যবহার হয় কি-বোর্ডের কোন বোতামটি?

ক. Shift খ. Backspace

গ. Space ঘ. Tab

৫৪. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?

ক. Copy খ. Font

গ. Text ঘ. Bullet

৫৫. সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি?

ক. Arial

খ. Tahoma

গ. Times New Roman

ঘ. Bijoy

৫৬. কোনো লেখা কপি করার পর তা কোথায় অবস্থান করে?

ক. document-এ খ. clipboard-এ

গ. ওয়ার্ডে ঘ. ফাইলে

৫৭. কোন পদ্ধতিতে লেখা অক্ষর বা ছবি কাটা যায়?

ক. Backspace খ. Delete

গ. Cut ঘ. সব কটি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫০.গ ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]