৫১. রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কী?
ক. সৌর মডেল খ. বর্ণালি মডেল
গ. আদর্শ মডেল ঘ. তড়িৎ মডেল
৫২. ইলেকট্রনের অবস্থান কোথায়?
ক. কক্ষপথে খ. নিউক্লিয়াসে
গ. প্রোটনের সঙ্গে ঘ. নিউট্রনের সঙ্গে
৫৩. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কে?
ক. রাদারফোর্ড খ. নিলস বোর
গ. জন ডাল্টন ঘ. মাদাম কুরি
৫৪. প্রধান শক্তিস্তর কী দিয়ে প্রকাশ করা হয়?
ক. a খ. b
গ. n ঘ. P
৫৫. পরমাণুর উপশক্তিস্তরকে কী বলা হয়?
ক. অরবিট
খ. অরবিটাল
গ. সরকারি অরবিট
ঘ. সহ অরবিটাল
৫৬. কোন নীতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়?
ক. n+l খ. n-l
গ. nl ঘ. n+s
৫৭. আইসোটোপের কোনটি সমান থাকে?
ক. ভর সংখ্যা খ. নিউট্রন সংখ্যা
গ. প্রোটন সংখ্যা ঘ. ইলেকট্রন সংখ্যা
৫৮. খাদ্য সংরক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. 60Co খ. 32P
গ. 21Zn ঘ. 20S
৫৯. কেমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
ক. মৌলিক খ. বিষাক্ত
গ. তেজস্ক্রিয় ঘ. সক্রিয়
৬০. কোন প্রক্রিয়ায় প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়?
ক. রাসায়নিক বিক্রিয়ায়
খ. ফিশান বিক্রিয়ায়
গ. দহন বিক্রিয়া
ঘ. সংযোজন বিক্রিয়া
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.খ ৫৮.ক ৫৯.গ ৬০.গ
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা