নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২০ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২০

১. বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে?

ক. বিশেষ্য ও বিশেষণ

খ. বিশেষ্য ও সর্বনাম

গ. বিশেষণ ও ক্রিয়াবিশেষণ

ঘ. বিশেষণ ও অনুসর্গ

২. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’—বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?

ক. মাঠের খ. আমাদের

গ. সবুজ ঘ. পরে

৩. ‘চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না’—বাক্যটিতে ‘চলন্ত’ কোন জাতীয় বিশেষণ?

ক. অবস্থাবাচক খ. উপাদান বাচক

গ. গুণবাচক ঘ. ভাববাচক

৪. ‘তৃতীয়’ কোন জাতীয় বিশেষণ?

ক. পূরণবাচক খ. পরিমাণবাচক

গ. ক্রমবাচক ঘ. গুণবাচক

৫. যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে কী বলে?

ক. উপাদানবাচক বিশেষণ

খ. বর্ণবাচক বিশেষণ

গ. ভাববাচক বিশেষণ

ঘ. বিধেয় বিশেষণ

৬. ‘ছেলেটি মেধাবী।’—এ বাক্যে ‘মেধাবী’ কোন জাতীয় বিশেষণ?

ক. অবস্থাবাচক খ. উপাদানবাচক

গ. ভাববাচক ঘ. গুণবাচক

৭. ক্রমবাচক বিশেষণ কোনটি?

ক. আট খ. ৩৪তম

গ. কতক্ষণ ঘ. খুব

৮. বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ?

ক. অবস্থাবাচক খ. উপাদানবাচক

গ. ভাববাচক ঘ. গুণবাচক

৯. ‘লোকটা পাগল।’—এ বাক্যে ‘পাগল’ কোন ধরনের বিশেষণ?

ক. নির্দিষ্টতাবাচক খ. অবস্থাবাচক

গ. বিধেয় ঘ. ভাববাচক

১০. ‘ঠান্ডা পানি’—এখানে ‘ঠান্ডা’ কোন জাতীয় বিশেষণ?

ক. বর্ণবাচক খ. অবস্থাবাচক

গ. উপাদানবাচক ঘ. গুণবাচক

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২০: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.গ ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা