পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. পরার্থবাদ খ. মঙ্গল কামনা
গ. স্মৃতিকাতরতা ঘ. দেশপ্রেম
১২. মুক্তিকামী মানুষের বৈশিষ্ট্য কোনটি?
ক. সংগ্রামশীলতা খ. প্রতিবাদ
গ. উচ্ছৃঙ্খলতা ঘ. মূঢ়তা
১৩. ‘কমলবন’ কিসের প্রতীক?
ক. অন্যায়ের
খ. অকল্যাণের
গ. ন্যায়ের ও কল্যাণের
ঘ. জীবনের
১৪. ‘একুশ মানে মায়ের ভাষা, একুশ মানে রক্ত লাল’— ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটিতে একুশকে নির্দেশ করা হয়েছে—
i. চেতনার রং
ii. কৃষ্ণচূড়ার থরে থরে ফুটে থাকা
iii. ঘাতকের আস্তানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড। তার ওপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতেই অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগল চারপাশে।’
১৫. উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে?
ক. সাম্যবাদী
খ. আঠারো বছর বয়স
গ. ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ. তাহারেই পড়ে মনে
১৬. উদ্দীপক ও উক্ত কবিতার যে বিষয়টি মূর্ত হয়েছে—
i. দেশপ্রেম
ii. গৌরব
iii. সংগ্রামী চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘আসাদের রক্তধারায় মহৎ কবিতার, সব মহাকাব্যের, আদি অনাদি আবেগ বাংলাদেশ জাগ্রত।’
১৭. উদ্দীপকের আসাদ ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কার সঙ্গে তুল্য?
ক. নূর মোহাম্মদ খ. সালাম
গ. মতিউর রহমান ঘ. মোস্তফা কামাল
১৮. উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে ভাবের প্রকাশক—
i. দেশপ্রেমের
ii. আত্মত্যাগের
iii. আত্মগৌরবের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালাম কোন খ্রিষ্টাব্দে আবার রাজপথে নামেন?
ক. ১৯৫২ খ. ১৯৫৪
গ. ১৯৬৯ ঘ. ১৯৭২
২০. ‘মানবিক বাগান’ যার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে—
i. ন্যায়ের
ii. কল্যাণের
iii. অশুভ শক্তির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
ফেব্রুয়ারি ১৯৬৯: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)