নেতৃত্ব - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র, অধ্যায় ৬ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১. কোন নির্দেশনা পদ্ধতিকে ‘গণতান্ত্রিক ব্যবস্থাপনা’র ভিত্তি হিসেবে অভিহিত করা হয়?

ক. আদর্শ নির্দেশনা 

খ. ব্যাখ্যামূলক নির্দেশনা 

গ. পরামর্শমূলক নির্দেশনা 

ঘ. পিতৃসুলভ নির্দেশনা

২. সংগঠন কাঠামোগত পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক. আনুষ্ঠানিক নেতৃত্ব 

খ. অনানুষ্ঠানিক নেতৃত্ব 

গ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব 

ঘ. লাগামহীন নেতৃত্ব

৩. পরামর্শমূলক নির্দেশনার সুবিধা হিসেবে বিবেচিত হয়—

i. স্বেচ্ছাচারিতা হ্রাস 

ii. সহজ তত্ত্বাবধান 

iii. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. কোন ধরনের নেতৃত্বে সকল ক্ষমতা নেতার নিকট থাকে?

ক. গণতান্ত্রিক নেতৃত্ব  

খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব 

গ. ইতিবাচক নেতৃত্ব 

ঘ. সমাজতান্ত্রিক নেতৃত্ব

৫. নির্দেশনার কাজ কোনটি?

ক. অধস্তনদের তত্ত্বাবধান 

খ. মানবসম্পদ উন্নয়ন 

গ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ 

ঘ. কর্মীদের মধ্যে সম্পর্ক নির্ধারণ

৬. উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য হলো—

i. স্পষ্টতা ii. গ্রহণযোগ্যতা 

iii. অনমনীয়তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. কর্মীদের কাজের সিদ্ধান্ত কর্মীরাই নেয়, কোন ধরনের নেতৃত্বে?

ক. লাগামহীন খ. কর্মীকেন্দ্রিক 

গ. কর্মকেন্দ্রিক ঘ. গণতান্ত্রিক

৮. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হলো—

i. সকল সিদ্ধান্ত নেতা একাই নেয় 

ii. ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে 

iii. সকল ক্ষেত্রে অযথা হস্তক্ষেপ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ক্ষমতাকেন্দ্রিক নেতৃত্বের ধরন হলো—

i. গণতান্ত্রিক

ii. মুক্ত 

iii. নেতিবাচক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. কোম্পানির পরিচালক কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?

ক. গণতান্ত্রিক

খ. আনুষ্ঠানিক

গ. স্বৈরতান্ত্রিক

ঘ. অনানুষ্ঠানিক

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক  ৭. ক ৮. খ ৯. ক ১০. খ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা