[পূর্ববর্তী লেখার পর]
৩১. ‘সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া’ দ্বারা কী বোঝায়?
ক. সাহিত্যচর্চা না করা
খ. সাহিত্যচর্চা করতে না দেওয়া
গ. সাহিত্যচর্চা করে আনন্দ না পাওয়া
ঘ. জাতির জীবনীশক্তি হ্রাস করা
৩২. ‘বই পড়া’ প্রবন্ধে নিচের কোন ব্যবসার কথা বলা হয়েছে?
ক. আইন ব্যবসা
খ. শিল্প ব্যবসা
গ. কাগজের ব্যবসা
ঘ. কৃষি ব্যবসা
৩৩. ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’—এখানে ‘মনে বড়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. আলোকিত খ. সংস্কৃতিমান
গ. শিক্ষিত ঘ. শৈল্পিক
৩৪. ‘গতাসু’ অর্থ কী?
ক. মৃত খ. অতীত সময়
গ. রিক্ত ঘ. হজম
৩৫. ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে, সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?
ক. কলেজে খ. লাইব্রেরিতে
গ. জাদুঘরে ঘ. বিদ্যালয়ে
৩৬. ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে আবশ্যক কোনটি?
ক. পাঠাগার প্রতিষ্ঠা
খ. বিদ্যালয় প্রতিষ্ঠা
গ. হাসপাতাল প্রতিষ্ঠা
ঘ. ব্যায়ামাগার প্রতিষ্ঠা
৩৭. প্রমথ চৌধুরী ‘কঠিন প্রাণের লোক’ বলতে কাদের বুঝিয়েছেন?
ক. দেশের শিক্ষার্থীদের
খ. অভিজাত ফরাসিদের
গ. সৃজনশীল ব্যক্তিদের
ঘ. সন্তানের মা-বাবাকে
৩৮. শিক্ষাক্ষেত্রে কোন জিনিসের গুরুত্ব আমাদের দেশে সর্বাধিক?
ক. অধিকসংখ্যক লাইব্রেরি প্রতিষ্ঠা
খ. সুশিক্ষিত শিক্ষকমণ্ডলী
গ. উন্নতমানের পাঠ্যপুস্তক
ঘ. শিক্ষার শান্ত পরিবেশ
৩৯. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’— এ উক্তিটি কার?
ক. প্রমথ চৌধুরীর
খ. মোতাহের হোসেন চৌধুরীর
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
৪০. প্রমথ চৌধুরীর মতে, ‘যথার্থ শিক্ষিত’ ব্যক্তিমাত্রই কী?
ক. প্রগতিশীল
খ. কেতাবি
গ. ডিগ্রিধারী
ঘ. করিৎকর্মা
সঠিক উত্তর
বই পড়া: ৩১.ঘ ৩২.ক ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]