৭১. ঘাসফড়িংয়ের রেচন অঙ্গের নাম কী?
ক. নেফ্রিডিয়া খ. শিখা কোষ
গ. মালপিজিয়ান নালিকা ঘ. মালপিজিয়ান বডি
৭২. একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কী হয়?
ক. দেহে পরিপাক হয় খ. দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়
গ. পুনরায় কর্মক্ষম হয় ঘ. অন্য কোষে পরিবর্তিত হয়
৭৩. রুই মাছের দেহের অঙ্কীয়তলে কয়টি ছিদ্র থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৭৪. নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে?
ক. ফুলকা আর্চ খ. ফুলকা র৵াকার
গ. ফুলকা আবরণী ঘ. ফুলকা ফিলামেন্ট
৭৫. নিচের কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম?
ক. বিড়াল খ. কেঁচো
গ. শামুক ঘ. হাইড্রা
৭৬. ঘাসফড়িংয়ের ‘হেপাটিক সিকার’ সংখ্যা কয়টি?
ক. ১২টি খ. ১৩টি
গ. ১৪টি ঘ. ১৫টি
৭৭. কোন প্রাণীতে একচক্রী রক্তসংবহনতন্ত্র উপস্থিত?
ক. Poekilocerus pictus
খ. Labeo rohita
গ. Hydra vulgaris
ঘ. Homo sapiens
৭৮. নিচের কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালের অংশ?
ক. ফ্লাজেলাম খ. পেডিসেল
গ. স্কেপ ঘ. ফ্রন্স
৭৯. ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?
ক. ১ বার খ. ৩ বার
গ. ৫ বার ঘ. ৭ বার
৮০. রুই মাছের কানকুয়ার পেছনের পাখনাকে কী বলা হয়?
ক. শ্রোণি পাখনা খ. পৃষ্ঠীয় পাখনা
গ. বক্ষ পাখনা ঘ. পায়ু পাখনা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭১.গ ৭২.ক ৭৩.গ ৭৪.ঘ ৭৫.ঘ ৭৬.ক ৭৭.খ ৭৮.ঘ ৭৯.গ ৮০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা