২১. শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্র ...৩তার সৃষ্টি হয়, তা জামদানি বোনার জন্য অপরিহার্য কেন?
ক. কারণ, এটি উপযোগী
খ. কারণ, এটি কাপড় তৈরি করে
গ. কম খরচে কাপড় তৈরি হয়
ঘ. কাপড়ের বাজার ভালো হয়
২২. মসলিন কাপড় কেন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল?
ক. মসলিন খুব দামি ছিল
খ. মসলিন প্রায় দুর্লভ ছিল
গ. মসলিন খুব সূক্ষ্ম ছিল
ঘ. মসলিন জমকালো ছিল
২৩. শীতলক্ষ্যা নদীর তীরে তাঁতশিল্প বিস্তার লাভ করেছে কেন?
ক. আর্থিক সুবিধা থাকায়
খ. তাঁতশিল্পের অনুকূল পরিবেশ থাকায়
গ. বেশি জায়গা পাওয়ায়
ঘ. কারিগর বেশি থাকায়
২৪. মণিপুরি বলতে কী বোঝানো হয়েছে?
ক. মণিপুর হতে আগত
খ. মণিপুরে উত্পন্ন
গ. মণিপুরে রোপিত
ঘ. মণিপুরে বিক্রীত
২৫. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি পাঠ করতে হবে কেন?
ক. লোক ঐতিহ্য সম্পর্কে জানতে
খ. শাড়ি কাপড় সম্পর্কে জানতে
গ. মাদুর সম্পর্কে জানতে
ঘ. শীতলপাটি সম্পর্কে জানতে
২৬. লোকশিল্প কেন সংরক্ষণ করা প্রয়োজন?
ক. আধুনিকতার প্রমাণ
খ. আমাদের ঐতিহ্য বলে
গ. আজ আর নেই বলে
ঘ. সমৃদ্ধ ভবিষ্যতের প্রতীক
২৭. ‘এ দেশের লোকজীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য-সচেতন করে।’ এ কথা কোন শিল্পীর আঁকা ছবির ক্ষেত্রে বেশি প্রযোজ্য?
ক. হাশেম খান খ. কামরুল হাসান
গ. কাইয়ুম চৌধুরী ঘ. কামাল মাহমুদ
২৮. ক্ষুদ্র ও কুটিরশিল্প ডিজাইন সেন্টারে কামরুল হাসানের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. নকশাবিদ ছিলেন
খ. উপপরিচালক ছিলেন
গ. প্রধান নকশাবিদ ছিলেন
ঘ. পরিচালক ছিলেন
২৯. ‘মসলিন ছিল বিলাসের বস্তু’ কাদের ক্ষেত্রে এ কথা গ্রহণযোগ্য?
ক. মোগল বাদশাদের
খ. এ দেশের সাধারণ মানুষের
গ. বিদেশের নারীদের
ঘ. বাংলার নবাবদের
৩০. বাংলাদেশের মানুষের জীবনে খাদ্যশস্যের চাষাবাদের সােথ যেমন নিবিড়ভাবে জড়িয়ে আছে, তেমনি এর পাশাপাশিই আছে—
ক. লোকশিল্প খ. কুটিরশিল্প
গ. ক্ষুদ্র শিল্প ঘ. বৃহৎ শিল্প
সঠিক উত্তর
আমাদের লোকশিল্প: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা