ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ১

৬২. সম্পদ সর্বাধিকরণকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মনে করার কারণ—

i. অর্থের সময়মূল্য বিবেচনা

ii. নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা

iii. ফার্মের নিট মূল্যবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বিবেচনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. লভ্যাংশ প্রদানের সময় বিবেচনা করা হয়—

i. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা

ii. নগদ অর্থের পরিমাণ বা তারল্য

iii. মুনাফার কতটা অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ করা হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. সামাজিক দায়িত্বের অংশ হিসেবে একজন আর্থিক ব্যবস্থাপক করবেন—

i. পাওনাদারদের স্বার্থরক্ষা

ii. ন্যায্য মজুরি প্রদান

iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. তারল্য বৃদ্ধি পেলে—

i. মুনাফা হ্রাস পায়

ii. মুনাফা বৃদ্ধি পায়

iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো—

i. ব্যবসায় ঋণ

ii. ঘূর্ণায়মান ঋণ

iii. বকেয়া খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. সম্পদ সর্বাধিকরণ ধারণায় বিবেচনা করা হয়-

i. কারবারের নগদ মুনাফা

ii. অর্থের সময় মূল্য

iii. সব নগদ ও অনগদ প্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬২.গ ৬৩.ঘ ৬৪.ঘ ৬৫.গ ৬৬.খ ৬৭.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]