সাধারণ জ্ঞানের জন্য পড়তে হবে বিভিন্ন ধরণের বই
সাধারণ জ্ঞানের জন্য পড়তে হবে বিভিন্ন ধরণের বই

বিষয়: সাধারণ জ্ঞান | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-২

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন চার লাখের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে। দেখা যায় এই তুমুল প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সামান্য নম্বরও অনেক পার্থক্য গড়ে দেয়, সামান্য নম্বরের জন্য একজন সুযোগ পান তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবার সেই সামান্য নম্বর কম পাওয়ার কারণে আরেকজন ছিটকে পড়েন। তাই নিজেকে সেরা শিক্ষার্থীর কাতারে রাখার জন্য সাধারণ জ্ঞানে ভালো ধারণা রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আগের লেখায় (পর্ব ১) আমরা বাংলা বিষয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এরপর আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নগুলো দেখব।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কোনো বিকল্প নেই। সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস হয় না, পুরো পৃথিবী ও অন্তরিক্ষ—সবই সাধারণ জ্ঞানের অংশ। তবে ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নের আলোকে কিছু বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ভর্তি পরীক্ষার প্রশ্নের জন্য সাধারণ জ্ঞান বিষয়টিকে দুই ভাগে ভাগ করা যায়—

১. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

২. সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও মৌলিক বিষয়

মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরগুলোর প্রশ্নের আলোকে দেখা যায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও মৌলিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে।

শুরুতে আমরা দেখে নেই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ টপিক।

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। বঙ্গভঙ্গ (১৯০৫) থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড (১৯৭৫) এই সময়টুকুর ইতিহাস অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। এ ছাড়া বাংলাদেশের সংবিধান, জাতীয় বিষয়াবলি ও দিবস, প্রথম বিষয়াবলি, উপজাতি, নদ-নদী, চর-দ্বীপ, ভাস্কর্য, বাজেট, অর্থনীতি গুরুত্বপূর্ণ।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও পরবর্তী ঘটনাবলি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য কর্ম ও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুজিবনগর সরকার, সেক্টর ও ফোর্স, বিদেশি বন্ধু ও স্বীকৃতি—এ বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, অবদান ও তাঁর রচিত সাহিত্যগুলো ভালোভাবে পড়তে হবে।

এ ছাড়া দেশের সাম্প্রতিক ও আলোচিত ঘটনাবলি মনে রাখতে হবে। রোহিঙ্গা সংকট, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গ্যাসক্ষেত্র, গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক বিষয়াবলির জন্য বিশ্বসভ্যতার ইতিহাস ও দেশ পরিচিতি জানতে হবে। জনপদ ও সভ্যতা, মহাদেশ পরিচিতি ও দেশের অবস্থান, জাতিসংঘ ও এর সংস্থা, ঐতিহাসিক যুদ্ধ ও চুক্তি, পরিবেশ ও এ–সংক্রান্ত সম্মেলন, বিখ্যাত স্থাপনা ও নদী-হ্রদের অবস্থান, বিভিন্ন প্রণালি বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বরাজনীতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জানতে হবে। সাম্প্রতিক বিষয়াবলির অংশ হিসেবে ফিলিস্তিন সংকট, রাশিয়া-ইউক্রেন, ন্যাটো, বিশ্বব্যাংক, খেলাধুলা, যুদ্ধ, বিভিন্ন পুরস্কার, আগামী বছর অনুষ্ঠিত বিষয়াবলি, আলোচিত ঘটনা ও সে বিষয়ের আদ্যোপান্ত জানতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিষয় থেকে প্রশ্ন আসে। অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস থেকে আসা বেসিক প্রশ্নগুলোকে আমরা মৌলিক বিষয় হিসেবে চিহ্নিত করেছি।

সাধারণ জ্ঞান—অজানাকে জানার এক অনন্য মাধ্যম। এটি জানার শেষ নেই। এইচএসসি পর্যায়ের এ বিষয়ে তেমন পড়াশোনা না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় এটি বিশাল সিলেবাস মনে হয়। সে ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নের আলোকে ওপরের টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করলে সুফল পাওয়া যাবে। সাধারণ জ্ঞানের জন্য বাজারে বিভিন্ন বই পাওয়া যায়। অতি সম্প্রতি বের হয়েছে এবং তথ্যবহুল একটি বই সংগ্রহ করা ভালো। সাম্প্রতিক তথ্যের জন্য নিয়মিত দৈনিক পত্রিকা পাঠ করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন প্রশ্ন সমাধান করা। যত বেশি প্রশ্ন সমাধান করা যাবে, প্রস্তুতি তত বেশি জোরালো হবে।

পরবর্তী দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করব।

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা