পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ৯ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১। প্রশ্ন: বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?

উত্তর: আসল

২। প্রশ্ন: বার্ষিক মুনাফার হার ৬%-এর অর্থ কী?

উত্তর: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা

৩। প্রশ্ন: শতকরা লাভ (লাভ%) বা শতকরা ক্ষতি (ক্ষতি%) সব সময় কিসের ওপর হিসাব করা হয়।

উত্তর: ক্রয়মূল্যের ওপর

৪। প্রশ্ন: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: লাভ হয়

৫। প্রশ্ন: বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: ক্ষতি হয়

৬। প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?

উত্তর: ১২%

৭। প্রশ্ন: একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর: ২০%

৮। প্রশ্ন: ১২ জন লোক ২০ জন লোকের — %। শূন্যস্থানে কী বসবে?

উত্তর: ৬০

৯। প্রশ্ন: ৩০০ টাকার ১৫০% হলো — টাকা। শূন্যস্থানে কী বসবে?

উত্তর: ৪৫০

১০। প্রশ্ন:— টাকার ৫৬% হলো ৪২ টাকা। খালি জায়গায় কী বসবে?

উত্তর: ৭৫

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা