১. ইংরেজি ‘Business’ শব্দের শাব্দিক অর্থ কী?
ক. ব্যস্ত থাকা খ. কাজ করা
গ. বিক্রয় করা ঘ. ব্যবসা করা
২. নদী থেকে মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা খ. প্রজনন
গ. নিষ্কাশন ঘ. যৌগিক
৩. নিচের কোনটি বাণিজ্য?
ক. কয়লা উত্তোলন খ. পণ্য পরিবহন
গ. মাছ চাষ ঘ. রাস্তা নির্মাণ
৪. বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করেন?
ক. ভোক্তা খ. খুচরা ব্যবসায়ী
গ. পাইকারি বিক্রেতা ঘ. উৎপাদক
৫. বাণিজ্য যে ধরনের উপযোগ সৃষ্টি করে, তা হলো—
i. স্থানগত
ii. স্বত্বগত
iii. রূপগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ব্যবসায়ের ক্ষেত্রে প্রমিতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. প্রচারগত খ. মানগত
গ. বিক্রয়গত ঘ. সময়গত
৭. আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত?
ক. সামাজিক খ. আইনগত
গ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
৮. বাংলাদেশের অধিকাংশ হোটেল রেস্তোরাঁগুলোর খাদ্যতালিকা নির্ধারণে নিচের কোন পরিবেশটির প্রভাব রয়েছে?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. আইনগত ঘ. রাজনৈতিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ক
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা