বিশেষ নির্দেশনা: এখানে মোট ১০০টি প্রশ্ন আছে। নিচে দেওয়া নির্দেশনা মতো মডেল টেস্ট দিন। মডেল টেস্টের সঠিক উত্তর প্রকাশিত হবে আগামীকাল সকাল ৮টায় প্রথম আলোতে, যা এই লিংকে পাওয়া যাবে। এই মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকা মেডিকেলের প্রাক্তন পাঁচজন মেধাবী শিক্ষার্থী, যারা হলেন:
ডা. রিজভী তৌহিদ (জাতীয় মেধায় ১ম,২০১৬-১৭)
ডা. মাইনুল ইসলাম সফল (জাতীয় মেধায় ১০ম,২০১৬-১৭)
ডা. শেখ সাদী (জাতীয় মেধায় ১৫ তম,২০১৬-১৭)
ডা. অন্তর সাহা (জাতীয় মেধায় ৩৭ তম,২০১৬-১৭)
ডা. নাইমুল ইসলাম রাহাত (জাতীয় মেধায় ৮৫ তম,২০১৬-১৭)
মডেল টেস্ট ২ ও ৩ প্রকাশিত হবে যথাক্রমে ২৫ ও ৩০ জানুয়ারি ২০২৪।
যেভাবে মডেল টেস্টটি দিবেন: ঘড়ি ধরে ১ ঘন্টার একটি সময় ঠিক করে নিন। খাতা কলম নিয়ে বসুন। মডেল টেস্ট দেওয়া শুরু করলে খাতায় প্রশ্নের নম্বর লিখুন এবং এর পাশে শুধু সঠিক অপশনটি লিখুন (যেমন: 1.b)। এভাবে পুরো ১০০টি প্রশ্নের উত্তর লিখুন। সময় দেখে কতক্ষণ লাগল সেটাও লিখে রাখতে পারেন। পরবর্তী দিন যখন সঠিক উত্তর প্রকাশ করা হবে সেটির সঙ্গে আপনার খাতায় লিখে রাখা উত্তর মিলিয়ে নিন। প্রয়োজনে উত্তরের সঙ্গে দেওয়া ব্যাখ্যাও দেখে নিতে পারেন।
1. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলতে শুরু করে, তাকে বলা হয়—
(a) ঊর্ধ্ব স্থির বিন্দু
(b) নিম্ন স্থির বিন্দু
(c) স্টিম বিন্দু
(d) ত্রৈধ বিন্দু
2. তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী?
(a) তারের দৈর্ঘ্য কমে গেলে
(b) তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে
(c) তারের উষ্ণতা বৃদ্ধি পেলে
(d) তারের আয়তন বৃদ্ধি পেলে
3. নিচের কোন সুত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায়?
(a) ফ্যারাডে সূত্র
(b) লেঞ্জ এর সূত্র
(c) ফ্লেমিং এর ডানহস্ত সূত্র
(d) ফ্লেমিং এর বামহস্ত সূত্র
4. ফোটনের কম্পাঙ্ক f হলে একটি ফোটনের ভরবেগ কোনটি?
(a) hf/c2
(b) hf/c
(c) hfc
(d) hfc2
5. অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে নভোদুরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কোনটি?
(a) M = fo/fe
(b) M = fe/fo
(c) M = fo+fe
(d) কোনোটিই নয়
6. প্রাসের গতিপথের যেকোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ—
(a) শূন্য
(b) g
(c) g/2
(d) -g
7. মহাকর্ষ বল যে কণার বিনিময়ের ফলে—
(a) গ্রাভিটন
(b) মেসন
(c) ফোটন
(d) নিউট্রন
8. রুপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ প্রায় কত?
(a) 0°
(b) 8°
(c) 90°
(d) 140°
9. যদি স্পর্শ কোণ 90-এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ কেমন হবে?
(a) অবতল
(b) উত্তল
(c) সমতলাবতল
(d) সমতলোত্তল
10. শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত?
(a) 70 dB
(b) 50 dB
(c) 10 dB
(d) 90 dB
11. স্ক্রু ক্ষয় হওয়ার ফলে যন্ত্রে যে ত্রুটির উদ্ভব হয়, তাকে কী বলে?
(a) লম্বন ত্রুটি
(b) সূচক ত্রুটি
(c) পিছট ত্রুটি
(d) লেভেলের ত্রুটি
12. যদি ডাইভার্জেন্স শূন্য হয়, তবে ওই ভেক্টর ক্ষেত্রটি—
(a) অঘূর্ণনশীল
(b) ঘূর্ণনশীল
(c) সলেনয়ডাল
(d) কোনোটিই নয়
13. কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক—
(a) L= Iω
(b) L= I/ω
(c) L =ω/I
(d) L ∝ ω
14. মহাকর্ষ ধ্রুবকের মাত্রা—
(a) M-1L3T-2
(b) M-1L3T-1
(c) M-1L2T-2
(d) M-1L2T-1
15. ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(a) দর্পণের উন্মেষ 5 অপেক্ষা কম
(b) দর্পণের উন্মেষ 10 অপেক্ষা কম
(c) দর্পণের উন্মেষ 10 অপেক্ষা বেশি
(d) দর্পণের উন্মেষ 5°অপেক্ষা বেশি
16. লেন্সের ক্ষমতার একক কোনটি?
(a) ওয়াট
(b) ডায়োপ্টার
(c) জুল
(d) একক নেই
17. চোখের বিশ্লেষণী সীমা কত?
(a) (1/90)°
(b) (1/60)°
(c) (1/80)°
(d) (1/180)°
18. ক্যালরি ও জুলের মধ্যে সম্পর্ক হলো—
(a) 1cal = 2.4J
(b) 1cal = 4.2J
(c) 1J = 4.2cal
(d) 1J = 2.4cal
19. দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়, এ ঘটনাকে কী বলে?
(a) সীবেক ক্রিয়া
(b) পেলশিয়ার ক্রিয়া
(c) থমসন ক্রিয়া
(d) ওহমস ক্রিয়া
20. তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা বাড়ে—
(a) জার্মেনিয়াম
(b) লোহার
(c) রুপার
(d) তামার
21. D একটি ধাতু, যা পটাশিয়াম ফেরিসায়ানাইড ও NH4 OH দ্রবণে বিক্রিয়ায় একই বর্ণ দেখায়। D কী?
(a) Fe3-
(b) Zn2+
(c) Fe3+
(d) Al3+
22. কোনটা অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালি?
(a) 3° হ্যালোজেনো অ্যালকেনের আর্দ্র বিশ্লেষণ
(b) প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন
(c) ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ
(d) ফারমেন্টেশন পদ্ধতি
23. ইস্ট হতে নিঃসৃত এনজাইম নয় কোনটি—
(a) মল্টেজ
(b) ল্যাক্টেজ
(c) জাইমেজ
(d) ইনভারটেজ
24. আলু থেকে ইথানল উৎপাদনের সময় নিম্নের কোন এনজাইম প্রয়োজন হয় না?
(a) জাইমেজ
(b) ডায়াস্টেজ
(c) ম্যাল্টেজ
(d) ইনভারটেজ
25. পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ধাতুটি হলো—
(a) Al
(b) Fe
(c) Na
(d) Cu
26. চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাচ ব্যবহৃত হয়?
(a) Fiber glass
(b) Crookes glass
(c) Gena glass
(d) Flint glass
27. কাঁচা চামড়া কিউরিং করার জন্য নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয়?
(a) Ca(OH)2
(b) CaCl2
(c) NaOH
(d) NaCl
28. বেরিলিয়ামের কর্ণ মৌল নিচের কোনটি?
(a) Mg
(b) Li
(c) Al
(d) Si
29. কোনটি কম্পোজিট কণিকা?
(a) Alpha
(b) Positron
(c) Nutrino
(d) Meson
30. যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রম হলো—
(a) AgI>AgBr>AgCl
(b) AgBr<AgCl>AgI
(c) AgI>AgCl>AgBr
(d) কোনোটিই নয়
31. নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড?
(a) N2O3
(b) N2O5
(c) NO
(d) N2O
32. গ্লিসারিনের গলনাঙ্ক কত?
(a) 90°C
(b) 190°C
(c) 290°C
(d) 390°C
33. নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিতে নিচের কোনটি প্রয়োজন পড়ে না?
(a) বিশুদ্ধ বর্ণহীন গাঢ় HNO3
(b) গ্লিসারিন
(c) ওলিয়াম
(d) নাইট্রিক অক্সাইড
34. নিচের কোনটি একাধারে antibacterial, antiseptic ও washing কাজে ব্যবহৃত হয়?
(a) ফরমালিন
(b) টিংচার আয়োডিন
(c) ডেটল
(d) রাজঅম্ল
35. পোলারায়ন বৃদ্ধির সাথে সাথে আয়নিক যৌগের নিচের কোন ধরনের পরিবর্তন ঘটে না?
(a) গলনাঙ্ক কমে
(b) স্ফুটনাঙ্ক কমে
(c) উদ্বায়িতা বাড়ে
(d) দ্রবণীয়তা কমে
36. সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে?
(a) Ge
(b) Se
(c) Br
(d) As
37. প্রস্টেট ক্যানসার নিরাময়ে adjunct therapy কাজে ব্যবহার করা হয়—
(a) TNT
(b) Nitroglycerin
(c) Paracetamol
(d) Aspirin
38. দৃঢ়, শক্ত ও অনমনীয় প্লাস্টিক কোনটি?
(a) পলিইথিলিন
(b) পলিস্টাইরিন
(c) পলিপ্রোপিলিন
(d) পলিভিনাইল অ্যাসিটেট
39. প্রতিটি পলিমারকরণ বিক্রিয়ার ধাপ নয় কোনটি?
(a) অন্তর্বর্তী ধাপ
(b) বিস্তারণ ধাপ
(c) সমাপ্তিকরণ ধাপ
(d) প্রারম্ভিক ধাপ
40. দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 হলে, তাদের মধ্যে কী ধরনের বন্ধন সম্ভব?
(a) Ionic
(b) Covalent
(c) Hydrogen Bond
(d) Co-ordinate
41. ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কত?
(a) –328 kjmol-1
(b) -349 kjmol-1
(c) -495 kjmol-1
(d) -350 kjmol-1
42. C পরমাণুর সমযোজী ব্যাসার্ধ কত হবে?
(a) 0.154 nm
(b) 0.077 nm
(c) 0.77 nm
(d) 0.121 nm
43. নিচের কোনটি পর্যায় ধর্ম নয়?
(a) atomic radius
(b) electronegativity
(c) electron affinity
(d) melting temperature
44. ফসফরাসের রূপভেদ কতটি?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
45. নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়?
(a) Hg
(b) Au
(c) Zn
(d) Cd
46. নিচের কোন বৈশিষ্ট্যটি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না?
(a) ত্বকের বর্ণ
(b) উচ্চতা
(c) বুদ্ধিমত্তা
(d) আকৃতি
47. প্লাজমা কোথায় থাকে?
(a) লসিকাগ্রন্থি
(b) রক্তে
(c) যকৃতে
(d) হৃৎপিণ্ডে
48. মানবদেহের ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
(a) থাইমাস
(b) থাইরয়েড
(c) প্যারাথাইরয়েড
(d) এড্রেনাল
49. ম্যালিওলাস নামক গঠন নিচের কোন অস্থিতে বিদ্যমান?
(a) টিবিয়া
(b) ফিমার
(c) হিউমেরাস
(d) রেডিয়াস
50. কঙ্কাল পেশির প্রোটিন হলো—
(a) অ্যালবুমিন
(b) প্রোলিন
(c) গ্লোবিউলিন
(d) মায়োসিন
51. কোন পদার্থের জন্য মূত্রের ঝাঁজালো গন্ধ হয়?
(a) বিলিরুবিন
(b) বিলিভার্ডিন
(c) ইউরিনোড
(d) ইউরোক্রোম
52. আমাদের দেহে প্রতি মিনিটে কত ঘন সে.মি. মূত্র তৈরি হয়?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
53. হৃৎচক্রের স্থিতিকাল কত সেকেন্ড?
(a) ০.৭
(b) ০.৮
(c) ০.৩
(d) ০.১
54. ঘাসফড়িং এর দেহের উভয় পাশে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?
(a) ৬
(b) ৮
(c) ১০
(d) ১১
55. কোন উদ্ভিদে ফলস ইন্ডুসিয়াম দেখা যায়?
(a) শৈবাল
(b) মস
(c) ফার্ন
(d) নগ্নবীজি
56. নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে বলা হয়—
(a) এগামোস্পার্মি
(b) এপোগ্যামি
(c) এপোস্পোরি
(d) এপোস্পার্মি
57. সাকার থেকে নিচের কোন উদ্ভিদটি জন্মায়?
(a) আলু
(b) আদা
(c) কলা
(d) হলুদ
58. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় কোন উদ্ভিদে?
(a) Rhizophora
(b) Aloe vera
(c) Asparagas
(d) Phoenix
59. নিচের কোনটি গাজরের শিকড়ে আছে?
(a) ক্রোমোপ্লাস্ট
(b) ক্লোরোপ্লাস্ট
(c) লিউকোপ্লাস্ট
(d) এমাইলোপ্লাস্ট
60. রিডিউসিং সুগার হলো—
(a) স্টার্চ
(b) গ্লুকোজ
(c) সেলুলোজ
(d) গ্লাইকোজেন
61. লুক্কায়িত পত্ররন্ধ্র থাকে নিচের কোন প্রকার উদ্ভিদে?
(a) মরুজ উদ্ভিদ
(b) একবীজপত্রী
(c) দ্বিবীজপত্রী
(d) জলজ উদ্ভিদ
62. নিচের কোনটি নাইট্রোজেন–জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে?
(a) মজ্জা
(b) অন্তঃত্বক
(c) পরিচক্র
(d) মুলত্বক
63. সরিষা উদ্ভিদে কোন ধরনের গর্ভ দেখা যায়?
(a) অধোগর্ভ
(b) অধিগর্ভ
(c) অর্ধ অধিগর্ভ
(d) অর্ধ অধোগর্ভ
64. রুই মাছের হৃৎপিণ্ডকে কী নামে অভিহিত করা হয়?
(a) দ্বিচক্র হৃৎপিণ্ড
(b) ধমনি হৃৎপিণ্ড
(c) শিরা হৃৎপিণ্ড
(d) বহুচক্র হৃৎপিণ্ড
65. প্রথম বহির্বাহী ধমনি সিউডোব্রাঙ্কের সম্মুখে কী ধমনি হিসেবে বিস্তৃত হয়?
(a) ব্রঙ্কিয়াল
(b) ভেন্ট্রাল এয়োর্টা
(c) অপথালমিক
(d) সাবক্লাভিয়ান
66. রুই মাছে কতক্ষণ পর ফুলকা আর্চ স্পষ্ট হয়?
(a) 6 ঘণ্টা
(b) 12 ঘণ্টা
(c) 36 ঘণ্টা
(d) 48 ঘণ্টা
67. রুই মাছের কানকোর পিছনের পাখনাকে কী বলা হয়?
(a) শ্রোনী পাখনা
(b) বক্ষ পাখনা
(c) পৃষ্ঠীয় পাখনা
(d) পায়ু পাখনা
68. ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত থাকে, তাকে কী বলে?
(a) হেটেরোক্রোমাটিন
(b) ইউক্রোমাটিন
(c) ক্রোমাটিড
(d) সেন্ট্রোমিয়ার
69. কোন ব্যাকটেরিয়া সিম–জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে?
(a) Bacillus
(b) Clostridium
(c) Escherichia
(d) Rhizobium
70. ল্যাকটিয়ালের মাধ্যমে শোষিত ও পরিবাহিত হয় কোন জাতীয় খাবার?
(a) শর্করা
(b) আমিষ
(c) ভিটামিন
(d) লিপিড
71. সোরাস উৎপন্নকারী পাতাকে কী বলে?
(a) স্পোরাঞ্জিয়াম
(b) ফলস ইন্ডুসিয়াম
(c) স্পোরোফিল
(d) স্পোরাঞ্জিয়োফোর
72. নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ?
(a) ক্যারোটিন
(b) কোলাজেন
(c) ফাইব্রাইন
(d) ইনসুলিন
73. এলিট্রা ঘাসফড়িংয়ের কিসের অংশ?
(a) স্পাইরাকল
(b) পা
(c) হাইপোফ্যারিনক্স
(d) ডানা
74. ঘাসফড়িংয়ের হৃদ্যন্ত্র প্রতি মিনিটে কতবার স্পন্দন করে?
(a) ৮০-৯০
(b) ১০০-১১০
(c) ৯০-১০০
(d) ১১০-১১৫
75. ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত?
(a) ১৫ মিমি
(b) ২০ মিমি
(c) ২৫ মিমি
(d) ৩০ মিমি
76. রুই মাছের নিষিক্ত ডিমের ব্যাস কত?
(a) ৪.১ মিমি
(b) ৭ মিমি
(c) ১২ মিমি
(d) ১০ মিমি
77. What is the synonym of ‘Obliterate’?
(a) Clarify
(b) Eradicate
(c) Aver
(d) Belittle
78. What is the Antonym of ‘Paltry’?
(a) Weak
(b) Vague
(c) Rough
(d) Significant
79. Find the correct spelling—
(a) Mediaval
(b) Medieval
(c) Medievel
(d) Madieval
80. Which spelling is correct?
(a) Obnoxous
(b) Obnoxus
(c) Obnoxeous
(d) Obnoxious
81. I was used to____ up early.
(a) Get
(b) gets
(c) getting
(d) got
82. The sun went ‘down’. Here down is used as a/an:
(a) Noun
(b) adjective
(c) adverb
(d) Preposition
83. What is the meaning of ‘Soft soap’?
(a) Flatter for self motives
(b) to speak ill of others
(c) to speak high of others
(d) to recognise others good deeds
84. He adviced me ___ the doctor.
(a) that I see
(b) to see
(c) seeing
(d) saw
85. Find the correct spelling—
(a) Pedestrian
(b) Pedastrian
(c) Padestrian
(d) Padastrian
86. I _____ before Mr. Rahman went to my office.
(a) Have arrived
(b) had arrived
(c) arrived
(d) is arrived
87. Please sit ‘down’. Here down is used as a/an:
(a) Noun
(b) adjective
(c) adverb
(d) Preposition
88. Which would you ___ have, Ice or Coffee?
(a) Rather
(b) Prefer
(c) Could
(d) Better
89. What is the antonym of ‘Amalgamate’?
(a) Complain
(b) Persuade
(c) Segregate
(d) Consolidate
90. What is the antonym of ‘Eloquent’?
(a) Oratorical
(b) Extravagant
(c) Frugal
(d) Garrulous
91. বাংলাদেশের প্রথম EPZ কোথায় স্থাপিত হয়?
(a) সাভার
(b) চট্টগ্রাম
(c) মংলা
(d) ঈশ্বরদী
92. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
(a) ন্যাশনাল ব্যাংক
(b) এবি ব্যাংক
(c) আইএফআইসি ব্যাংক
(d) দি সিটি ব্যাংক
93. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম—
(a) পুঠিয়া, রাজশাহী
(b) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
(c) লালপুর, নাটোর
(d) ঈশ্বরদী, পাবনা
94. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) শেখ মুজিবুর রহমান
(b) সৈয়দ নজরুল ইসলাম
(c) তাজউদ্দীন আহমদ
(d) খন্দকার মোশতাক আহমদ
95. বাংলাদেশে শিক্ষা কয়টি স্তরবিশিষ্ট?
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
96. প্রথম কোন দেশে রেশম উৎপাদিত হয়?
(a) চীন
(b) ভিয়েতনাম
(c) ভারত
(d) কম্বোডিয়া
97. স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত?
(a) চট্টগ্রাম
(b) বরিশাল
(c) ঢাকা
(d) খুলনা
98. ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়?
(a) ডেমরা
(b) টঙ্গী
(c) মিরপুর
(d) তাঁতি বাজার
99. চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
(a) মৌলভীবাজার
(b) সিলেট
(c) চট্টগ্রাম
(d) কুষ্টিয়া
100. বাংলাদেশ সরকারের আয়ের প্রধানতম উৎস হচ্ছে—
(a) ভ্যাট
(b) আয়কর
(c) রপ্তানি শুল্ক
(d) আবগারি