প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। ইংরেজিতে একে বলে প্যাসিফিক ওশান (Pacific Ocean)। প্রায় ২৫ হাজার দ্বীপসহ প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার, যা পৃথিবীপৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ, সমস্ত জলভাগের ৪৬ শতাংশ এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়েও আয়তনে বেশি।
কর্কটক্রান্তি রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি নিরক্ষরেখা হতে সাড়ে ২৩ ডিগ্রি (২৩ ডিগ্রি ২৬ মিনিট ২২ সেকেন্ড) উত্তর অক্ষাংশ বরাবর একটি কল্পিত রেখা। সূর্য বছরে একবার নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে সর্বশেষ কর্কটক্রান্তি রেখা পর্যন্ত গিয়ে আবার দক্ষিণে ফিরতে থাকে। রেখাটি বাংলাদেশের প্রায় মাঝ বরাবর অবস্থিত।
উপরের ছবিটি ভারতের লাদাখের একটি ভঙ্গিল পর্বতের, যা হিমালয় পর্বতমালার অংশ। অনুভূমিক ভূ আলোড়নে সৃষ্ট পার্শ্বচাপের ফলে সমুদ্র বা হ্রদে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে বিস্তৃত অঞ্চলজুড়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। ভাঁজ পড়ে সৃষ্টি হয় বলে এর নাম ভঙ্গিল পর্বত। পৃথিবীর অধিকাংশ বড় পর্বতমালাই ভঙ্গিল পর্বত। হিমালয়, আল্পস ও রকি পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ।
১০ লাখ বা তার থেকে বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌর বসতিগুলোকে মহানগর বলা হয়ে থাকে। মহানগরে নানা প্রকারের জীবিকা সুবিধা, ব্যবসা–বাণিজ্যকেন্দ্র, উন্নত শিক্ষাব্যবস্থা, অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থা এবং বিভিন্ন নাগরিক পরিষেবার সুবন্দোবস্ত থাকে। যেমন কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলোকে নিয়ে কলকাতা মহানগর গড়ে উঠেছে। এ ছাড়া মুম্বাই, লন্ডন, নিউইর্য়ক মহানগর।