পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৭১. মেলামাইন কোন ধরনের শিল্পের উৎপাদিত পণ্য?
ক. বৃহৎ খ. মাঝারি
গ. ক্ষুদ্র ঘ. কুটির
৭২. ২০১১ সালে কোন শিল্পনীতি ঘোষিত হয়?
ক. শিল্পনীতি ২০০৯
খ. শিল্পনীতি ২০১০
গ. শিল্পনীতি ২০১১
ঘ. শিল্পনীতি ২০১৬
৭৩. বৃহৎ শিল্পের উৎপাদিত পণ্য—
i. পোশাক
ii. জাহাজ
iii. সাবান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭৪. চা–বাগান কোন অঞ্চলে সবচেয়ে ভালো হয়?
ক. পাহাড়ি খ. সমতল
গ. বরেন্দ্র ঘ. লবণাক্ত
৭৫. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যর চাহিদা বেশি?
ক. কৃষিপণ্য খ. শিল্পপণ্য
গ. খাদ্যপণ্য ঘ. বিলাসী পণ্য
৭৬. অতি ক্ষুদ্র শিল্পের কর্মী সংখ্যা কত?
ক. ১-১০ খ. ১০-১৫
গ. ১০-২৪ ঘ. ১০-৩০
৭৭. পাটের অর্থনৈতিক গুরুত্ব—
i. পরিবেশ রক্ষা করে
ii. সরকারের রাজস্ব বৃদ্ধি করে
iii. কর্মসংস্থান বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮. চা-শিল্পের সমস্যা—
i. সংরক্ষণ সুবিধার অভাব
ii. অনিয়মিত বৃষ্টিপাত
iii. দক্ষ শ্রমিকের সংকট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. NBR–এর পূর্ণ রূপ কী?
ক. National Board of Revenue
খ. National Board of Return
গ. Nation Bangladeshi Revenue
ঘ. Natural Board of Revenue
৮০. আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব—
i. বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়
ii. বিদেশের ওপর নির্ভরতা হ্রাস পায়
iii. অধিক বৈদেশিক মুদ্রা অর্জন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭১.খ ৭২.খ ৭৩.খ ৭৪.ক ৭৫.খ ৭৬.গ ৭৭.ঘ ৭৮.ঘ ৭৯.ক ৮০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা